এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পাকিস্তানের

দ্বিতীয় টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়েছে পাকিস্তানছবি: এএফপি

ম্যাচ জিততে চার ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৪৬ রান। ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নামা দলটির হাতে উইকেট ছিল ৫টি। করাচিতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টির ১৭তম ওভারটি করতে শাহিন শাহ আফ্রিদির হাতে বল তুলে দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ওই ওভারেই ম্যাচের ফল নিয়ে সব দোলাচল দূর করে দিলেন আফ্রিদি। ৫ উইকেটে ১২৭ রান নিয়ে ওভারটি শুরু করা ক্যারিবীয়দের ওভার শেষে স্কোর ৮ উইকেটে ১৩১। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে এরপর চেষ্টা করেও দলকে ১৬৩ রানের বেশি এনে দিতে পারেননি রোমারিও শেফার্ড। ম্যাচের শেষ বলে অলআউট হয়ে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৯ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিয়েছে পাকিস্তান।

এক ওভারে ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি
ছবি: এএফপি

বাবর আজমের দল প্রথমে ব্যাট করে ৮ উইকেটে তোলে ১৭২ রান। বাবর আজম এ ম্যাচেও ব্যর্থ। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরা পাকিস্তান অধিনায়ক এবার করেছেন ৭ রান। ব্যর্থ ফখর জামানও আগের ম্যাচের মতো আজও করেছেন ঠিক ১০ রান।

প্রথম ম্যাচে ৭০ ছাড়ানো মোহাম্মদ রিজওয়ান আজ থেমেছেন ৩০ বলে ৩৮ রান করে। আগের ম্যাচে ঝড় তোলা হায়দার আলী ৩১ রান করতে খেলেছেন ৩৪ বল। তবে পাঁচ নম্বরে নামা মোহাম্মদ ইফতিখারের ১৯ বলে ৩২ রানের পর আটে আসা শাদাব খানের ১২ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো ইনিংসে ১৭০ ছাড়ায় পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি–টোয়েন্টিতে প্রথম ফিফটি পেয়েছেন ব্রেন্ডন কিং
ছবি: এএফপি

টসে জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে বাবরের পর পঞ্চম ওভারে ফখরকে হারালেও স্বাগতিকেরা পাওয়ার প্লেতে তোলে ৫০ রান। রিজওয়ান-হায়দারের তৃতীয় উইকেট জুটিতে ৪৮ রান উঠলেও দুজনে খেলেন ৪২ বল। এরপর আসিফ আলী ও মোহাম্মদ নওয়াজও তেমন কিছু করতে পারেননি। তবে শাদাবের ঝড়ে শেষ ৩ ওভারে ৪৫ রান তোলে পাকিস্তান।

রান তাড়ায় ৩১ রানে ২ উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের রানটাকে ৮৫-তে নিয়ে ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরানের তৃতীয় উইকেট জুটি। পুরান ২৬ বলে ২৬ রান করে ফিরে গেলেও কিং ফেরেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি তুলে নিয়ে। দলকে ১১৮ রানে রেখে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে কিং ৪৩ বলে করেন ৬৭ রান।

এরপর ১৭তম ওভারে আফ্রিদির ৩ উইকেট এলোমেলো করে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ওভারের প্রথম বলে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে আসিফ আলীর হাতে ক্যাচ দেন ওডিন স্মিথ। ‘পা সম্ভবত দড়িতে লেগেছে’—আসিফের এমন দাবির পর রিপ্লে দেখে আউট দেওয়া হয় স্মিথকে। ওভারের পঞ্চম বলে উইকেটকিপারকে ক্যাচ দেন ডমিনিক ড্রেকস। শেষ বলে বোল্ড হেইডেন ওয়ালশ জুনিয়র। নিজের পরের ওভারে হ্যাটট্রিক বলে অবশ্য শেফার্ডের হাতে চার খেয়েছেন আফ্রিদি। তাতে অবশ্য শুধু ব্যবধানই কমেছে একটু।

বৃহস্পতিবার করাচিতেই সিরিজের শেষ ম্যাচ।