এক যুগের অপেক্ষা ফুরাবে আজ?
ওয়ানডেতে প্রতিপক্ষকে ধবলধোলাই কম করেনি বাংলাদেশ। ২০০৬ সালে কেনিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার ধবলধোলাইয়ের স্বাদ নেওয়া বাংলাদেশ এরপর আরও ১৩ বার প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে। আজ হারারেতে তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারালে প্রায় ভুলতে বসা এক স্বাদও পাবে তামিম ইকবালের দল। ২০০৯ সালের পর যে দেশের বাইরে ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ দেশের বাইরে সর্বশেষ ধবলধোলাই করেছে ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ানে ৩-০ ব্যবধানে সিরিজটা জেতে বাংলাদেশ। সব মিলিয়ে দেশের বাইরে বাংলাদেশ প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে মোটে দুবার। ওয়েস্ট ইন্ডিজের আগে ২০০৬ সালে কেনিয়া সফরে কেনিয়াকে।
ধবলধোলাইয়ের ১৪ সিরিজ
*দেশের বাইরে
চলতি জিম্বাবুয়ের সিরিজসহ বাংলাদেশ একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে ৭৪টি। ২০০৫ সালে প্রথম ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ এ পর্যন্ত সিরিজ জিতেছে ২৮টি। এই ২৮ জয়ের ৬টি এসেছে দেশের বাইরে।
দেশের বাইরে সিরিজ জয়
* সিরিজ চলছে