এখনো বিশ্বাস করতে পারছেন না বাটলার!
>শেষ ওভার শেষ না হওয়া পর্যন্ত কেউই বলতে পারছিলেন না এবারের চ্যাম্পিয়ন কে হতে যাচ্ছে। অবশেষে অনেক নাটকীয়তার পর ক্রিকেটের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে পুরো ব্যাপারটা এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ইংলিশ উইকেটরক্ষক জস বাটলারের।
এমনও ম্যাচ হওয়া সম্ভব? এত উত্তেজনা, এত রোমাঞ্চ, এত কষ্ট! লর্ডসে কাল ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে কোনো কিছুরই যেন কমতি ছিল না। সাধারণ দর্শকদের তো বটেই ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারেরও বিশ্বাস হচ্ছে না, তারা এখন বিশ্বকাপ জয়ী দল।
‘অবিশ্বাস্য! তাই না? জস বাটলারের এই কথাই বলে দেয় ম্যাচ শেষেও ঘোরটা এখনো কাটেনি। কাটবেই-বা কী করে। এমন রোমাঞ্চকর ফাইনাল আর কবে দেখেছে ক্রিকেট বিশ্ব? শেষ বলে দুই রান দরকার ছিল নিউজিল্যান্ডের। স্ট্রাইকে ভয়ংকর এক বিশ্বকাপ কাটানো গাপটিল। ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে ২ রান নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু জেসন রয়ের থ্রো বাটলারের কাছে এসে পৌঁছাল একটু আগে। রানআউট হয়ে গেলেন গাপটিল। জেসন রয়ের থ্রো করার পর কী ভাবছিলেন বাটলার? ‘আমি দেখিওনি কে আমাকে থ্রো করেছিল। থ্রো স্ট্যাম্পের খুব কাছে ছিল, আমার কঠিন কিছুই করতে হয়নি।’
এই একটা শিরোপার জন্য কতটা হাহাকার! কত পরিশ্রম! অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। তবে শিরোপাটা এল অনেক নাটকীয়তার পর। ‘আজকের ম্যাচ নিয়ে কিছু বলা খুব কঠিন। লর্ডসের ফাইনালে এমন মুহূর্ত! আমার ক্রিকেট ক্যারিয়ারে এর চেয়ে রোমাঞ্চকর মুহূর্ত আগে কখনো আসেনি।’
ফাইনালের মতোই ফাইনাল হলো। হাড্ডাহাড্ডি লড়াই করেই কেন উইলিয়ামসনদের হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ দখলের লড়াই জিতেছে ইংল্যান্ড। বাটলার বলেন, ‘আমরা যা করেছি এটা সত্যি অবিশ্বাস্য। আমরা দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন হয়েছি।’