এরপর উৎসবটা কম আওয়াজ করে করবে স্কটল্যান্ড
কাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ এসেছিলেন মুখ পাংশু করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে হার, অধিনায়ক হিসেবে তাঁর পক্ষে হজম করা খুবই কঠিন। মাহমুদউল্লাহ বুকে পাথর বেঁধেই সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করলেন। কিন্তু তাঁর বক্তব্য থামিয়ে দিল সংবাদ সম্মেলনকক্ষের বাইরে স্কটিশদের জয়োৎসব। দারুণ জয়ের পর স্কটল্যান্ডের জয়োৎসবটা কানফাটানো হবে, এটাই স্বাভাবিক।
তাদের চিৎকারে মাহমুদউল্লাহর কথা বলতে অসুবিধা হয়েছে। বাংলাদেশ অধিনায়ক চুপ করে অপেক্ষা করতে লাগলেন, কখন সেই উল্লাসধ্বনি থামবে। থামার পরপরই তিনি কথা বলা শুরু করলেন। এ মুহূর্তের ভিডিওটি টুইট করেছে ক্রিকেট স্কটল্যান্ড। এ টুইটে বাংলাদেশের সঙ্গে রসিকতাও করেছে তারা।
বাংলাদেশ অধিনায়কের ওই উল্লাসধ্বনিতে থেমে যাওয়ার ভিডিওটি পোস্ট করে ক্রিকেট স্কটল্যান্ড তাঁর একটি ক্যাপশন দিয়েছে। তাতে লেখা, ‘দুঃখিত, ভবিষ্যতে আমরা একটু কম আওয়াজ করে উল্লাসটা করব।’ মাহমুদউল্লাহকে নিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের কথা, ‘ধৈর্যের জন্য মাহমুদউল্লাহর প্রশংসা করতেই হয়।’ টি-টোয়েন্টিতে দুবার স্কটল্যান্ডের মুখোমুখি হয়ে দুবারই হেরেছে বাংলাদেশ। অর্থাৎ পরেরবার মুখোমুখিতে জিতে কম আওয়াজ করে উল্লাস করবে স্কটল্যান্ড, টুইটে কি এমন কিছুই বুঝিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড?
ব্যাটিং-বোলিং সব বিভাগে ভালো করে কাল বাংলাদেশকে হারিয়েছে স্কটল্যান্ড। ২১ বছর ধরে টেস্ট খেলে নিজেদের অভিজ্ঞ দল হিসেবে দাবি করা, বড় দলের তকমা নিতে চাওয়া একটা দলকে যখন কোনো সহযোগী সদস্য হারাবে, আনন্দের মাত্রাটা স্বাভাবিকভাবেই অন্য পর্যায়ে থাকবে। স্কটল্যান্ডের আনন্দ উদ্যাপনটা কাল তেমনই ছিল।
টুইটারে রসিকতা করে স্কটল্যান্ড যেন বাংলাদেশের হারের দুঃখটা আরও একটু উসকে দিল।