সেই বল, যা অ্যাশেজে ইংল্যান্ডের পরবর্তী যুগটা কেমন কাটবে সেটা জানিয়ে দিয়েছে। শতাব্দীর সেরা বল আখ্যা তো আর এমনি এমনি পায়নি!
এই বলকেও শতাব্দীর সেরা বলতে চান অনেকে। খুব বেশি আপত্তি তোলার উপায়ও নেই!
সাঈদ আনোয়ারকে করা এ বলকেও কি খুব বেশি পিছিয়ে রাখার উপায় আছে?
ভিভিএস লক্ষ্মণের মতো ব্যাটসম্যানও তাঁর বলে বিভ্রান্ত হতেন।
চন্দরপল নামের রক্ষণদুর্গও হার মেনেছিল যে বলে।
ড্যারিল কালিনান বরাবরই শেন ওয়ার্নের প্রিয় শিকার ছিলেন। তাঁকে নিয়ে রীতিমতো খেলতেন ওয়ার্ন।