করোনায় খেলা বন্ধ, তবুও বাংলাদেশ সিরিজ নিয়ে আশাবাদী জিম্বাবুয়ে
করোনা বেড়ে যাওয়ায় সব ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করেছে জিম্বাবুয়ে সরকার। খবরটি শঙ্কায় ফেলে দিয়েছে আগামী জুলাইতে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরকে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আশ্বস্ত করেছে, সিরিজটা তারা আয়োজনের সব ধরনের চেষ্টাই চালাবে।
আগামী ২৯ জুন জিম্বাবুয়ে রওনা হবে বাংলাদেশ। এরই মধ্যে এল ঘোষণাটি। সম্প্রতি জিম্বাবুয়েতে করোনার প্রকোপ বেড়ে গেছে। সরকার সে কারণেই সব ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করেছে। বন্ধ হয়ে গেছে জিম্বাবুয়ে ‘এ’ আর দক্ষিণ আফ্রিকা ‘এ’দলের মধ্যকার চার দিনের ম্যাচ। এ অবস্থায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আয়োজন করা সম্ভব হবে কিনা এ ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জেডসি অবশ্য জৈব সুরক্ষা বলয়ে সিরিজটি আয়োজন করতে চাচ্ছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট এ ব্যাপারে তাদের আশ্বস্ত করেছে, ‘আমার সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে কথা হয়েছে। তাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে আয়োজনের ব্যাপারে জিম্বাবুয়ে আশাবাদী। সরকারের সঙ্গে কথা বলছে জিম্বাবুয়ে বোর্ড। আন্তর্জাতিক সিরিজটা আয়োজনে ওরা আত্মবিশ্বাসী।’
জিম্বাবুয়ে ক্রিকেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, ‘জিম্বাবুয়ে ক্রিকেট সরকারের কাছে আবেদন করবে চলমান চার দিনের খেলা (জিম্বাবুয়ে ‘এ’ বনাম দক্ষিণ আফ্রিকা ‘এ’) শেষ করার জন্য। সামনের আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতিও চালিয়ে যাওয়ার আবেদন করবে। কারণ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক সূচির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’