করোনা ধরা পড়ল টিকা নেওয়া সৌরভ গাঙ্গুলীর

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীফাইল ছবি: এএফপি

বছরের শুরুতেই ভয় পাইয়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। জানুয়ারিতে বুকে ব্যথা করায় হাসপাতালে নিতে হয়েছিল ভারতের সাবেক অধিনায়ককে। জানানো হয়েছিল, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। অ্যানজিওপ্লাস্টি করে তারপর হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছিলেন গাঙ্গুলী। বছরের শেষ দিকে এসে আবার হাসপাতালে নেওয়া হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিকে। এবার করোনা ধরা পড়েছে গাঙ্গুলীর।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী
ফাইল ছবি: এএফপি

ভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন গাঙ্গুলী। হালকা উপসর্গ থাকায় কোনো ঝুঁকি না নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এ নিয়ে এ বছর তাঁকে তিনবার হাসপাতালে নেওয়া হলো। জানুয়ারিতে অ্যানজিওপ্লাস্টি করার তিন সপ্তাহের মধ্যে আবার বুকে ব্যথা অনুভব করেছিলেন এই ৪৯ বছর বয়সী ক্রিকেটার। দ্বিতীয় দফা অ্যানজিওপ্লাস্টি করে দুটি স্টেন্টও বসানো হয়েছিল।

মার্চেই অবশ্য পূর্ণোদ্যমে কাজে ফিরেছেন গাঙ্গুলী। দুই দফা করোনার টিকাও নিয়েছেন।