চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়...’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানটা আইপিএলের নিলামের সঙ্গে বেশ যায়। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামের বিষয়টা এমনই। মুহূর্তের মধ্যে কারও কপাল খুলে যায়, কেউ আবার আঁতিপাঁতি করেও নিজের জন্য দল খুঁজে পান না। এমনও দেখা যায়, গত মৌসুমেও আইপিএল খেলেছেন, কিন্তু এই মৌসুমে তাঁর দিকে ফিরেও চায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
কাদের কপালে আইপিএলের কোনো দলই জোটেনি এবার? দেখে নেওয়া যাক এমন কজনকে, যাঁরা নিজ নিজ জাতীয় দলের খেলোয়াড় হওয়া সত্ত্বেও এবার আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির মন জোগাতে পারেননি।
জেসন রয় (ইংল্যান্ড; সাবেক ফ্র্যাঞ্চাইজি: দিল্লি ডেয়ারডেভিলস)
অ্যালেক্স হেলস (ইংল্যান্ড; সাবেক ফ্র্যাঞ্চাইজি: সানরাইজার্স হায়দরাবাদ)
অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া; সাবেক ফ্র্যাঞ্চাইজি: দিল্লি ক্যাপিটালস)
আদিল রশিদ (ইংল্যান্ড)
শন মার্শ (অস্ট্রেলিয়া; সাবেক ফ্র্যাঞ্চাইজি: কিংস ইলেভেন পাঞ্জাব)
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া; সাবেক ফ্র্যাঞ্চাইজি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ; সাবেক ফ্র্যাঞ্চাইজি: মুম্বাই ইন্ডিয়ানস)
হনুমা বিহারি (ভারত; সাবেক ফ্র্যাঞ্চাইজি: দিল্লি ক্যাপিটালস)
শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ; সাবেক ফ্র্যাঞ্চাইজি: কিংস ইলেভেন পাঞ্জাব)
মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া)
জেসন বেহেরেনডর্ফ (অস্ট্রেলিয়া; সাবেক ফ্র্যাঞ্চাইজি: মুম্বাই ইন্ডিয়ানস)
বিলি স্ট্যানলেক (অস্ট্রেলিয়া; সাবেক ফ্র্যাঞ্চাইজি: সানরাইজার্স হায়দরাবাদ)
ম্যাথু ওয়েড (অস্ট্রেলিয়া; সাবেক ফ্র্যাঞ্চাইজি: দিল্লি ডেয়ারডেভিলস)
কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড; সাবেক ফ্র্যাঞ্চাইজি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ; সাবেক ফ্র্যাঞ্চাইজি: কলকাতা নাইট রাইডার্স)
ইসুরু উদানা (শ্রীলঙ্কা; সাবেক ফ্র্যাঞ্চাইজি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
ইশ সোধি (নিউজিল্যান্ড; সাবেক ফ্র্যাঞ্চাইজি: রাজস্থান রয়্যালস)
কুশল পেরেরা (শ্রীলঙ্কা; সাবেক ফ্র্যাঞ্চাইজি: রাজস্থান রয়্যালস)
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড; সাবেক ফ্র্যাঞ্চাইজি: সানরাইজার্স হায়দরাবাদ)
রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ; সাবেক ফ্র্যাঞ্চাইজি: কলকাতা নাইট রাইডার্স)
বরুন অ্যারন (ভারত ; সাবেক ফ্র্যাঞ্চাইজি: রাজস্থান রয়্যালস)
মিচেল ম্যাকলেনাহান (নিউজিল্যান্ড; সাবেক ফ্র্যাঞ্চাইজি: মুম্বাই ইন্ডিয়ানস)
মোহিত শর্মা (ভারত; সাবেক ফ্র্যাঞ্চাইজি: দিল্লি ক্যাপিটালস)
ওশানে টমাস (ওয়েস্ট ইন্ডিজ; সাবেক ফ্র্যাঞ্চাইজি: রাজস্থান রয়্যালস)
থিসারা পেরেরা (শ্রীলঙ্কা; সাবেক ফ্র্যাঞ্চাইজি: রাইজিং পুনে সুপারজায়ান্টস)
শন অ্যাবট (অস্ট্রেলিয়া; সাবেক ফ্র্যাঞ্চাইজি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
স্কট কুগেলাইন (নিউজিল্যান্ড; সাবেক ফ্র্যাঞ্চাইজি: চেন্নাই সুপার কিংস)
ওয়েইন পারনেল (দক্ষিণ আফ্রিকা; সাবেক ফ্র্যাঞ্চাইজি: দিল্লি ডেয়ারডেভিলস)
সন্দ্বীপ লামিচ্ছানে (নেপাল; সাবেক ফ্র্যাঞ্চাইজি: দিল্লি ক্যাপিটালস)
ক্রিস গ্রিন (অস্ট্রেলিয়া; সাবেক ফ্র্যাঞ্চাইজি: কলকাতা নাইট রাইডার্স)