কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাট
এক খণ্ড কাঠের টুকরা। শুধু টুকরা বললে ভুল হয়, এক ‘টুকরা’ ইতিহাস বলাই ভালো।
সেই ইতিহাস একটি ব্যাট। এই ব্যাট আবার স্যার ডন ব্র্যাডম্যানের ইতিহাসেরও অংশ। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ১৯৩৪ সালের অ্যাশেজে এই ব্যাট দিয়ে খেলেছিলেন। একটি ত্রিশতক ও দ্বিশতকও পেয়েছিলেন সেই সিরিজে।
৮৭ বছর আগের সেই ব্যাট তোলা হয়েছিল নিলামে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ২ লাখ ৪৫ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫০ লাখ ১৩ হাজার টাকা) বিক্রি হয়েছে ব্র্যাডম্যানের ব্যাটটি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, নিলামের বিক্রির পর এটি এখন ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেট ব্যাট।
অস্ট্রেলিয়ার ‘পিকলস অকশন’–এর নির্বাহী গ্যাভিন ডেম্পসি জানান, অস্ট্রেলিয়ার ক্রীড়া ইতিহাসের বিরল স্মারকগুলোর মধ্যে ব্র্যাডম্যানের এই ব্যাট একটি।
ইংল্যান্ডে ৫ টেস্টের সে সফরে সব ম্যাচেই এই ব্যাট দিয়ে খেলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।৯৪.৭৫ গড়ে তুলেছিলেন ৭৫৮ রান। এর মধ্যে হেডিংলিতে ৩০৪ এবং ওভালে ২৪৪ রানের ইনিংস দুটো তো ক্রিকেট–রূপকথারই অংশ। ওভাল টেস্টে বিল পন্সফোর্ডের শেষ ম্যাচে তাঁর সঙ্গে ৪৫১ রানের জুটিও গড়েন ব্র্যাডম্যান।
ইংরেজ ব্যবসায়ী উইলিয়াম সাইকস অ্যান্ড সনস সে সময় ব্র্যাডম্যানের ব্যাট প্রস্তুত করত। ১৯৩৪ অ্যাশেজ সিরিজে ব্র্যাডম্যানের ব্যবহার করা ব্যাটটিও এ প্রতিষ্ঠানের বানানো। ১৯২৯ সালে ব্র্যাডম্যানের সই ব্যাটে জুড়ে দিয়ে পরিচিতি পায় সাইকস অ্যান্ড সনস। বিংশ শতাব্দীর শুরুতে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্লেজেনজারের সঙ্গে একীভূত হয় প্রতিষ্ঠানটি। কিন্তু ব্যাটটি কিনেছেন কে?
না, তার নাম জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক অস্ট্রেলিয়ান সংগ্রাহক কিনেছেন ব্যাটটি।
বাউরালে ব্র্যাডম্যান জাদুঘরে ১৯৯৯ সাল থেকে ব্যাটটি প্রদর্শন করা হচ্ছিল। ব্যক্তিগত মালিকানার এই ব্যাট যে ব্যক্তি জাদুঘরে প্রদর্শনের জন্য দিয়েছিলেন, তাঁর নামও প্রকাশ করা হয়নি। নিলামে তা কিনে নেওয়া ব্যক্তি ব্যাটটি প্রদর্শনের জন্য ব্র্যাডম্যান জাদুঘরেই রাখার অনুমতি দিয়েছেন। ডেম্পসি বলেন, ‘জনসাধারণের চোখের সামনেই ব্যাটটি রাখার ইচ্ছা থেকে তা জাদুঘরে রাখা হয়েছে।’
ব্র্যাডম্যানের ব্যাট নিয়ে উচ্ছ্বসিত ডেম্পসির ব্যাখ্যা, ‘এটি ব্র্যাডম্যানের সেরা দু–তিনটি ব্যাটের একটি। যে দুটি ব্যাট দিয়ে তিনি ত্রিশতক পেয়েছেন, এটি তার মধ্যে একটি।’
৫২ টেস্টে অবিশ্বাস্য ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করা ব্র্যাডম্যানের এই ব্যাট সত্যিই তাঁর কি না, তা নিয়ে কথা বলেছেন ব্র্যাডম্যান জাদুঘরের পরিচালক রেইনা হোয়ারে, ‘এটা যে আসলেই ব্র্যাডম্যানের ব্যাট, তা নিয়ে কোনো বিতর্ক নেই। স্যার ডোনাল্ড নিজেই এ ব্যাটে খোদাই করে লিখেছেন। এটা সত্যিকার গুপ্তধন।’
ব্যাটের পিঠে ব্র্যাডম্যান লিখেছেন, ‘এই ব্যাট দিয়ে ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে (হেডিংলি) আমি ৩০৪ রান করি এবং ২৪৪ রান করি ওভালে।’ ডান পাশে খোদাই করে লেখা ‘ডন ব্র্যাডম্যান প্রাইভেট’—ব্যক্তিগত জিনিস বোঝাতে ‘প্রাইভেট’ শব্দটা ব্যবহার করতেন ২০০১ সালে না ফেরার দেশে পাড়ি জমানো ব্র্যাডম্যান।