কোহলি ২০০ টেস্ট খেলবেন, আশা ‘শৈশবের নায়ক’ দ্রাবিড়ের

কোচ দ্রাবিড়ের কাছ থেকে উপহার হিসেবে বিশেষ ক্যাপ নিচ্ছেন কোহলিছবি : টুইটার

বিরাট কোহলির জন্য অর্জনটা ‘বিরাট’-ই বটে।

টি-টোয়েন্টি যুগের ক্রিকেটার হয়েও টেস্ট ক্রিকেটকে সব সময় মাথায় করে রাখেন। শততম টেস্ট খেলতে নামার অনুভূতিটাও তাই বিশেষ হতে বাধ্য। ভারতের ১২তম আর সব মিলিয়ে ৭১তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন কোহলি।

মোহালিতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে ভারত। ম্যাচের আগে সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠল কোহলির এই অর্জন। ‘বিরাট’-ময় এই সকালে কোহলি এসেছিলেন স্ত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে। গ্যালারিতে আরও ছিলেন বিরাটের মা সরোজ কোহলি ও ভাই। শততম টেস্ট উপলক্ষ্যে কোহলির হাতে বিশেষ এক ক্যাপ তুলে দেন দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়।

শৈশবে যার খেলা দেখে বড় হয়েছেন, যাকে রেখেছেন নায়কের আসনে, তাঁর কাছ থেকে এই উপহার পেয়ে বেশ আবেগাপ্লুতই হয়ে পড়েছিলেন বিরাট, ‘রাহুল ভাইকে ধন্যবাদ। এই বিশেষ উপহারটা আমি আমার শৈশবের নায়কের হাত থেকে পাচ্ছি, এর চেয়ে ভালো কিছু হতে পারত না। আমার কাছে এখনো ওই ছবিটা আছে, অনূর্ধ্ব-১৫ দলে খেলার সময়কার দিনগুলোতে যখন আপনার সঙ্গে ছবি তুলেছিলাম। আমার জন্য বিশেষ একটা মুহূর্ত এটা।’

স্ত্রী আনুশকাও ছিলেন সঙ্গে
ছবি : টুইটার

ওয়ানডে, টি-টোয়েন্টির এ যুগে ১০০ টেস্ট খেলার ব্যাপারটা যে কতবড় অর্জন, সেটা বিরাট নিজেও বোঝেন, ‘আমার স্ত্রী আমার সঙ্গে আছে এখন, গ্যালারিতে আমার ভাই আছে। সবাই আমাকে নিয়ে গর্বিত। ক্রিকেট একটা দলগত খেলা, আর তোমরা (সতীর্থ) না থাকলে এই যাত্রা সম্ভব হতো না আমার পক্ষে। বিসিসিআইকেও ধন্যবাদ। বর্তমান সময়ে আমরা যে হারে তিন ফরম্যাটে ক্রিকেট খেলি, আইপিএল খেলি, পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা আমার এই ১০০ টেস্ট খেলা দেখে এটাই শিখতে পারবে যে এতকিছুর মধ্যে থেকেও ক্রিকেটের সবচেয়ে খাঁটি সংস্করণে ১০০ ম্যাচ খেলা যায়।’

ভারতের টেস্ট দলকে আজকের অবস্থায় নিয়ে আসতে পারার পেছনে বিরাটকে ধন্যবাদ জানাতে ভোলেননি বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, 'টেস্ট দল হিসেবে আপনারা জানেন আমরা গত পাঁচ বছর ধরেই ভালো অবস্থায় আছি। এর পেছনে কৃতিত্বটা বিরাটের, কারণ ওসেই আমাদের এভাবে খেলার জন্য সাহায্য করেছে। দল যেন সামনে এগোতে পারে সে জন্য ও অনেক কিছুতে পরিবর্তন এনেছে। সেটা দেখাও দুর্দান্ত ছিল। ওর সঙ্গে খেলার অভিজ্ঞতা অসাধারণ।'

১০০ নয়, কোহলি যেন একই গতিতে আরও ১০০টা টেস্ট খেলেন, সেটাই আশা কোচ রাহুল দ্রাবিড়ের, 'এই অর্জন ওর প্রাপ্য। আশা করি সামনে আরও অনেক কিছু দেখতে পারব আমরা ওর কাছ থেকে। যে জিনিসটা আমরা ড্রেসিংরুমে নিয়মিত বলে থাকি, এই অর্জনকে দ্বিগুণ করো।'
টসে জিতে ব্যাট করতে নেমেছে ভারত।