কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়ে মুমিনুলদের সঙ্গে হেরাথ

রঙ্গনা হেরাথফাইল ছবি

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন করার কথা ছিল সাত দিন। কিন্তু সেটা বেড়ে হয়ে যায় ১১ দিনের। বাংলাদেশ যে বিমানে করে নিউজিল্যান্ডে গিয়েছিল, সেই বিমানে অন্য যাত্রীর শরীরে করোনা শনাক্ত হওয়ার কারণেই এটা হয়েছে। বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের বিষয়টি অবশ্য আলাদা। তাঁর যে করোনা ধরা পড়েছিল।

অবশেষে কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন হেরাথ। আর সেটা নির্ধারিত সময়ের দুই দিন আগেই। নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন অ্যান্ড আইসোলেশন ম্যানেজমেন্ট থেকে মুক্তি পেয়ে খুব খুশি হেরাথ, ‘তারা আজ আমাকে মুক্ত করে দিয়েছে। আমি আবার দলের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত।’

মাঝখানে কোয়ারেন্টিনের সময়টা একা একা পার করাটা যে খুব কঠিন ছিল, সেটাও জানিয়েছেন হেরাথ, ‘কঠিন দুটি সপ্তাহ কাটিয়েছি আমি। তবে আবার দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুশি এবং সফরে (খেলা শুরুর) জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছি।’

করোনা শনাক্ত হওয়ার পর কোয়ারেন্টিনে কঠিন সময় কাটলেও কর্তৃপক্ষ তাঁর সেবা–সুস্থতা ভালোই করেছেন। হেরাথ বলেছেন, ‘আমার অবশ্যই বিসিবি এবং নিউজিল্যান্ডের স্বাস্থ্যসেবা বিভাগকে ধন্যবাদ জানাতে হবে। আমার যত্নটা তারা ভালোই করেছে।’