খরচ কমাতে কাটছাঁট হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে
খরচ কমাতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে ক্রিকেটার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভ্রমণ টিকিটসহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়াতেই নাকি এ সিদ্ধান্ত। শুধু ক্রিকেটারই নয়, দলের সঙ্গে থাকবেন না নির্বাচক, মিডিয়া ম্যানেজার, এমনকি চিকিৎসকও। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
খরচ কমানোর পরিকল্পনার আভাস অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ বোর্ড সভা শেষেই দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা দেখছি, খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিটভাড়া ছিল ৩-৪ লাখ টাকা, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেলভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার, সেটি এখন ৪০০-৫০০ ডলার করে লাগছে।’
বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘আজকের সভায় আমরা বলেছি, এই খরচ কমিয়ে আনতে হবে। এত দিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতাস্বরূপ অনেক বাড়তি খেলোয়াড়, স্টাফ পাঠিয়েছি। এখন আর সেই পরিস্থিতি নেই। এ ছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সে জন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে, প্রতিটা বাজেট কমিয়ে আনতে।’
সেটা শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই। নাজমুল হাসানের বার্তা, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানে যাদেরকে না পাঠালেও চলে, এ রকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড়সংখ্যা কমতেও পারে।’ তবে কে বা কারা দল থেকে বাদ যেতে পারেন, সেটি বলেননি তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ১৬ সদস্যের। ওয়ানডে দলে ১৭ এবং টি-টোয়েন্টি দল ১৫ সদস্যের। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৬ জুন, দ্বিতীয়টি ২৪ জুন। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২, ৩ ও ৭ জুলাই। এরপর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।