খেলোয়াড়দের ঝামেলা দেখে ম্যাচের মধ্যেই গাড়িতে করে চলে গেলেন আম্পায়ার
খেলা তখনো শেষ হয়নি। আম্পায়েরর একটি সিদ্ধান্ত নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে লেগে যায় ঝগড়া। এক পাশে দাঁড়িয়ে সেই ঝগড়া কিছুক্ষণ দেখেন আম্পায়ার। কিন্তু কথা-কাটাকাটি যেন শেষ হওয়ার ছিল না! একটা পর্যায়ে দুই দলের খেলোয়াড়েরা বিনিময় করতে থাকেন বিদ্রূপাত্মক মন্তব্য। ঝামেলা থামছেই না দেখে মাঠ ছেড়ে চলে যান আম্পায়ার। মাঠের বাইরে গিয়ে তিনি গাড়িতে ওঠেন। গাড়ির ইঞ্জিন চালু করে খেলোয়াড়দের উদ্দেশ করে বলেন—চলে যাচ্ছি, বিদায়!
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার শহরতলির ক্রিকেটে। বুলেন টেম্পলসটো ক্রিকেট ক্লাব ও সেন্ট ডেভিডসের মধ্যকার ওয়ানডে ম্যাচে আম্পায়ার ব্রুস পোর্টার ডেভিডসের এক বোলারের একটি কট বিহাইন্ডের আবেদন নাকচ করে দেন। সেই বোলার আম্পায়ারের কাছে না গিয়ে পিচের স্ট্রাইক প্রান্তে চলে যান। সেখানে গিয়ে তিনি বুলেন টেম্পলসটোর উদ্বোধনী ব্যাটসম্যানের দিকে হুংকার দিতে শুরু করেন।
ঘটনার শেষ এখানে হলেও হতো। ওই বোলার প্রতিপক্ষের উদ্বোধনী ব্যাটসম্যানকে নানা ধরনের বিদ্রূপাত্মক মন্তব্য ছুড়ে দেন। একটা পর্যায়ে ডেভিডসের আরেক খেলোয়াড় তাঁকে আঙুলের ইশারায় ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেন। এ ভিডিও অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজনকে বলতে শোনা গেছে, ‘চুপ করো, নির্বোধ।’
এ পর্যন্ত দেখে আম্পায়ার পোর্টার সম্ভবত হতাশ হয়ে পড়েছিলেন। তিনি মাঠ থেকে দ্রুত বেরিয়ে যান। একপর্যায়ে মাঠের বাইরে গিয়ে তাঁর ব্যক্তিগত গাড়িতে উঠে বসেন। গাড়ির ইঞ্জিন চালু করে খেলোয়াড়দের উদ্দেশে হাত নেড়ে বলেন, ‘আবার দেখা হবে, বিদায়। ম্যাচটা তোমাদের জন্য ভালো কাটুক!’
পোর্টার চলে গেলেও খেলোয়াড়দের ঝগড়া থামেনি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ডেভিডস ক্রিকেট ক্লাবের এক মুখপাত্র অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজডটকমডটএইউকে নিশ্চিত করেছেন, বিষয়টির তদন্ত করবে তারা। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘আম্পায়ারকে অপদস্থ করার কোনো ঘটনা ঘটেনি বলেই জেনেছি। আম্পায়ারও তাঁর প্রতিবেদনে তাঁকে অপদস্থ করার বিষয়ে কিছু লেখেননি।’