খোঁচা খেয়ে নিশামকে পাল্টা দিলেন আকাশ চোপড়া

এখনো আইপিএলে ফর্মের দেখা পাননি নিশাম।ছবি: আইপিএল

আকাশ চোপড়া ব্যাটসম্যান হিসেবে কেমন ছিলেন সেটা সবার জানা। আক্রমণ নয়, রক্ষণই ছিল তাঁর পুঁজি। টি-টোয়েন্টির ব্যাটিং নিয়ে কোনো পরামর্শ দিতে গেলে তাই একটু ঝুঁকিতেই থাকতে হয় তাঁকে। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব নিয়ে বিশেষজ্ঞ মতামত জানিয়ে সেই ঝামেলায়ই পড়েছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান।

কিংস ইলেভেন পাঞ্জাব দলে জিমি নিশামের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহাব্যস্ত নিশামের চোখ এড়ায়নি সেটা। তাই নিজ থেকেই আকাশ চোপড়ার টি-টোয়েন্টি ক্যারিয়ার ঘেঁটে দেখে ভারতীয় ব্যাটসম্যানকে দিয়েছেন খোঁচা। চোপড়াও চুপ থাকেননি। নিশামকে উদ্দেশ্য করে তাঁর পাল্টা জবাব, ক্রিকেটার হিসেবে বেতন পেলে সেটা পারফরম্যান্স দিয়েই পুষিয়ে দিতে হয়।

ক্যারিয়ারে ২১টি টি-টোয়েন্টি খেলে ১৮.৫৫ গড় ও ৯১ স্ট্রাইকরেটে মাত্র ৩৩৪ রান করেছেন চোপড়া।

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচ খেলা হয়নি নিশামের। কিউই অলরাউন্ডার মাঠে নামেন পরের ম্যাচ থেকে। তাঁর দুর্ভাগ্য দুই ম্যাচেই দল হেরেছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ উইকেটে হারার পর মুম্বাই ইন্ডিয়ানসের কাছেও পাঞ্জাব হেরেছে ৪৮ রানে। মুম্বাইয়ের বিপক্ষে ৮ রান করলেও নিজের ৪ ওভারে ৫২ রান দিয়ে কোনো উইকেট পাননি। আর ২৭ সেপ্টেম্বর দুই শ ছাড়ানো ম্যাচে ব্যাট করারই সুযোগ পাননি। তবে বল হাতে খরুচে ছিলেন বেশ। এক উইকেট পেলেও দিয়েছেন ৪০ রান।

নিশামকে দলে নেওয়ার কারণে সুযোগ পাচ্ছেন না মুজীব-উর-রহমান। আফগান স্পিনার দলে থাকলে প্রতিপক্ষ পাওয়ার প্লেতে স্বস্তিতে রান তুলতে পারে না। কিন্তু বিদেশি চার খেলোয়াড়ের একটি নিশামকে দিয়ে পূরণ করায় মুজীবকে নিতে পারছেন তারা। আকাশ চোপড়ার এটা পছন্দ হচ্ছে না। পাঞ্জাব টিম ম্যানেজমেন্টকে একাদশ নিয়ে নতুন করে ভাবতে বলেছেন তিনি, ‘ওরা নিশামকে খেলাচ্ছে, বিদেশি পেস বোলার যে পাওয়ার প্লেতে বল করে না আবার স্লগ ওভারেও না। সে দারুণ ফিনিশার নয়, আবার এমন ব্যাটসম্যানও নয় যে প্রথম চার বা পাঁচে নামতে পারে। তাহলে কিংস ইলেভেন পাঞ্জাব ওকে কেন খেলায়? এমন একজনকে খেলাচ্ছে যে আসলে ম্যাচ জেতাতে পারে না।’

পাঞ্জাব দলের সমস্যাটা তিনি ধরতে পেরেছেন বলেই ধারণা চোপড়ার। নিজের ইউটিউব চ্যানেলে মুজীবের মতো খেলোয়াড়কে দলে না নেওয়ার ভুল বারবার মনে করিয়ে দিচ্ছিলেন এই বিশ্লেষক, ‘প্রথম কথা হলো, পাঞ্জাব সঠিক দল খেলাচ্ছে না। ওরাই সম্ভবত বিশ্বের একমাত্র দল যেখানে দলে থাকার পরও মুজীব মূল একাদশে জায়গা পায় না।’

নিশামকে টুইটারে চোপড়ার এ মন্তব্য একজন ট্যাগ করে দেখিয়েছেন। কিউই অলরাউন্ডারের সেটা ভালো লাগেনি। ক্যারিয়ারে ২১টি টি-টোয়েন্টি খেলে ১৮.৫৫ গড় ও ৯১ স্ট্রাইকরেটে মাত্র ৩৩৪ রান করেছেন চোপড়া। এর মধ্যে ৭টি ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএলের প্রথম দুই মৌসুমে কলকাতার হয়ে খেলেছিলেন চোপড়াও। সাবেক ব্যাটসম্যান ও বর্তমান ধারাভাষ্যকারকে সে কথা মনে করিয়ে দিয়েছেন নিশাম, ‘৯০ স্ট্রাইকরেট ও ১৮.৫ গড়ে রান তোলাও খুব বেশি ম্যাচ জেতায় না।’

নিশামকে যুক্তিতে হার মানিয়েছেন চোপড়া।
ছবি: টুইটার

নিশামের এ টুইটের জবাবটা আবার বেশ আয়োজন করেই দিয়েছেন চোপড়া। গত বিশ্বকাপের ট্র্যাজিক হিরোকে মনে করিয়ে দিয়েছেন, অমন পারফরম্যান্স ছিল বলেই তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ার লম্বা হয়নি। আইপিএল ক্যারিয়ার লম্বা করতে হলে ৫০ লাখ রুপিতে বিক্রি হওয়া নিশামের পারফরম্যান্সের যে খুব দ্রুত উন্নতি দরকার, মনে করিয়ে দিয়েছেন সেটিও, ‘একদম ঠিক, বন্ধু। এ কারণেই আমাকে কেউ আর নেয় না দলে। অন্য কিছু করে টাকা পাই আমি। আমি খুবই খুশি যে আমার পরিসংখ্যানেই তুমি যত সমস্যা দেখছ, কিন্তু আমার পর্যবেক্ষণ নিয়ে তোমার কোনো আপত্তি নেই। আইপিএলের বাকিটা ভালো কর।’

আগামীকাল দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আবার মাঠে নামবে পাঞ্জাব। সে ম্যাচে কি চোপড়ার প্রশ্নের জবাব দিতে পারবেন নিশাম? নাকি পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট চোপড়ার পরামর্শ শুনে নিশামকে বাদ-ই দিয়ে দেবে একাদশ থেকে!