default-image

কাল প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের আগে আজ ঈদের দিনে অনুশীলনও করতে হবে ক্রিকেটারদের। তবে নামাজের পরপরই বৃষ্টি হয়েছে এখানে। দুপুরের পর অনুশীলন হবে আবহাওয়া ও মাঠ ভালো থাকলে।

গায়ানার সবচেয়ে বড় মসজিদ কুইন্সটাউন জামে মসজিদে। একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন এখানে। প্রবাসী কিছু বাংলাদেশিসহ শ পাঁচেক মুসল্লি ছিলেন ঈদের জামাতে। গায়ানার স্পিকার মনজুর নাদিরও ঈদের নামাজ আদায় করেছেন এ মসজিদেই। গায়ানার বর্তমান প্রেসিডেন্ট ডক্টর ইরফান আলী একজন মুসলিম।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্বাগত জানিয়ে নামাজে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য দোয়া করা হয়েছে।

default-image
ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন