গেইলকেও পেল বরিশাল, তামিম ঢাকায়

ক্রিস গেইলছবি : রয়টার্স

টি-টোয়েন্টি রোমাঞ্চ তো থাকছেই। পাশাপাশি অন্য অনেক বারের মতো নানা বিতর্ক আর ঝামেলার মধ্যেই আজ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় ড্রাফট। রাজধানীর একটি হোটেলে এই মুহূর্তে ড্রাফট চলছে।

ড্রাফটের শুরুতেই দারুণ এক সুযোগ লুফে নিয়েছে বরিশাল। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার ক্রিস গেইলকে দলে টেনে নিয়েছে তারা।

এদিকে বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে দলে নিয়েছে ঢাকা।

ড্রাফটের আগেই বড় চমক অবশ্য দেখিয়েছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে তারা।

এ ছাড়া বাংলাদেশের ক্রিকেটের চেনা মুখগুলোর মধ্যে মুশফিকুর রহিমকে পেয়েছে খুলনা, মোস্তাফিজুর রহমানকে নিয়েছে কুমিল্লা, সিলেট দলে টেনেছে তাসকিন আহমেদকে।

ড্রাফটে তামিমকে নেওয়ার আগে ড্রাফটের বাইরে থেকে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েছে ঢাকা।

তামিম ইকবাল
ফাইল ছবি: প্রথম আলো

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ড্রাফটের আগে কোনো দল পাননি। তাঁর ভাগ্য নির্ধারিত হবে ড্রাফটে।

নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ছাড়াও তিনজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারত দলগুলো।

বিপিএলের খেলোয়াড়দের ড্রাফট আজ দুপুর ১২টায় শুরু হয়েছে রাজধানীর একটি হোটেলে। ড্রাফটে গেইল ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের দল নির্ধারিত হয়ে গেছে। ঢাকা পেয়েছে কায়েস আহমেদ, নজিবুল্লাহ ও ইশুরু উদানাকে।