গতকাল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ও প্রাইম ব্যাংকের ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছেন মিরাজ।
গতকাল এক্স–রেতে মিরাজের আঙুলে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে। চোটের ব্যাপারে আরও নিশ্চিত হতে আজ আরেকটি এক্স–রে করানো হয়। সেখানেও চিড় ধরা পড়ায় মিরাজকে ছাড়াই প্রথম টেস্টের দল সাজাতে হচ্ছে নির্বাচকদের।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট সারাতে মিরাজকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
তিনি বলেন, ‘মিরাজের আঙুলের হাড় নড়ে গেছে। হেয়ারলাইন ফ্র্যাকচারও আছে। তাকে আমরা দুই সপ্তাহের জন্য বিশ্রাম দিয়েছি। দুই সপ্তাহ পর দেখব কী অবস্থা।’ চোটের কারণে মিরাজ প্রিমিয়ার লিগে শেখ জামালের বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না।
একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। তবে মুশফিকের চোট গুরুতর না হওয়ায় তাঁর খেলতে কোনো সমস্যা নেই।