default-image

জাজেদাকে আইপিএলে যথেষ্ট সাহায্য করেছেন ধোনি। অনেক সময় মাঠেই নানা পরামর্শ দিয়েছেন। জাদেজাও ধোনির সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছেন। মাঠে সব সময়ই মনে হয়ছে ছায়া-অধিনায়কত্বটা যেন ধোনিই করছেন। এ নিয়ে জাদেজার সমালোচনাও কম হয়নি। তবে এ বিষয়ে ধোনির ব্যাখ্যা খুব পরিষ্কার, ‘জাদেজা প্রথমবারের মতো অধিনায়ক হয়েছে। ওকে কয়েকটা ম্যাচে পরামর্শ দিয়েছি। নানাভাবে সাহায্য করেছি। পরে ওকে বলেছি, সব দায়িত্ব ওকেই নিতে হবে। কেউ যেন না বলে যে কেবল টস করতে যাওয়াই তোমার কাজ। অধিনায়কত্ব এমন একটা জিনিস, যেটি রপ্ত করতে হয়। এটা চামচে করে নিয়ে খাইয়ে দেওয়ার কিছু নয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাহায্য করা যায়। এরপর যা দায়িত্ব, নিজেকেই নিতে হয়।’

default-image

আট ম্যাচে অধিনায়কত্ব করেছেন জাদেজা। কিন্তু চেন্নাই জিতেছে মাত্র দুটি ম্যাচ। এমন টানা ব্যর্থতার মধ্যেই কি ধোনি নিজের কাঁধে নেতৃত্বের দায়িত্বটা তুলে নিলেন? ধোনি বলেছেন, ‘জাদেজার খেলা খারাপ হয়ে যাচ্ছিল। ওর মাথায় সারাক্ষণ অধিনায়কত্ব ঘুরেছে। এর প্রভাব খেলায় পড়ছিল। এ মুহূর্তে জাদেজার মতো একজন বোলার, ব্যাটসম্যান, ফিল্ডার, খুব করেই চেন্নাইয়ের দরকার। তাই আমিই অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম।’

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন