জাদেজা-চাহালে জয় পেল ভারত
শেষ ওয়ানডের ফর্ম প্রথম টি-টোয়েন্টিতেও টেনে আনলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সঙ্গে ওপেনিংয়ে লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যানবেরায় চলতে থাকা সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান তুলেছে ভারত। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি।
জাদেজার শেষের ঝড়ে শেষ ৬ ওভারে প্রায় ৭০ রান তুলেছিল ভারত। তাতেই লড়াই করার মতো পুঁজি পেয়েছিল সফরকারীরা। আর এ স্কোরকে জেতার মতো বড় করে তুলেছেন যুজবেন্দ্র চাহাল।
ইনিংসের শেষ ওভারে মাথায় আঘাত পেয়েছিলেন জাদেজা। অস্ট্রেলিয়া ইনিংসের শুরুতে আঘাত বা কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। আর চাহালের সুবাদেই দারুণ শুরুর পরও ইনিংসের মাঝপথে লড়াই থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। যুজবেন্দ্র চাহাল ও থাঙ্গারাসু নটরাজন স্বাগতিকদের মিডল অর্ডার ধসিয়ে দিয়ে দলকে এনে দিয়েছেন ১১ রানের জয়।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অ্যাশটন আগারের জায়গায় স্পিনার মিচেল সোয়েপসনকে দলে নেওয়া হয়েছে, ওদিকে উইকেটরক্ষক হিসেবে অ্যালেক্স ক্যারি নন, সুযোগ পেয়েছেন ম্যাথু ওয়েড। ওদিকে পেসার যশপ্রীত বুমরাকে বিশ্রামে রেখেছে ভারত। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও অভিষেক হয়েছে এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত খেলা বাঁহাতি পেসার নটরাজনের। মনীশ পাণ্ডে ও শ্রেয়াস আইয়ারের মধ্যে কে খেলবেন, এ নিয়ে ম্যাচের শুরুতে একটু সন্দেহের সৃষ্টি হলেও পরে জানা যায়, খেলছেন মনীশই। নিয়মিত দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের মধ্যে কাউকেই দলে রাখেনি, বরং সে জায়গায় সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।
ভারতের শুরুটা বেশ সাবধানীই ছিল। তবু লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটি সাফল্য এনে দেয়নি ভারতকে। দলকে ১১ রানে রেখে মিচেল স্টার্কের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হয়ে ফিরে যান ধাওয়ান। একই অবস্থা অধিনায়ক বিরাট কোহলির। দুই বছর পর খেলতে নামা লেগ স্পিনার সোয়েপসনের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে মাত্র ৯ রানে ফেরেন কোহলি। টপ অর্ডারের দুজনের ব্যর্থতার পরও ভারতের রানের চাকা সচল ছিল শুধু রাহুলের কল্যাণে। রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত খেলা সঞ্জু স্যামসনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন কিংস ইলেভেন পাঞ্জাবের এই ওপেনার।
আশাজাগানিয়া শুরুর পরে ইনিংস বড় করতে পারেননি স্যামসন। মোজেস হেনরিকেসের বলে সোয়েপসনের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ২৩ রান করেন তিনি। শ্রেয়াস আইয়ারের জায়গায় সুযোগ পাওয়া মনীশ পাণ্ডে আলো ছড়াতে পারেননি, আরেক স্পিনার অ্যাডাম জাম্পার বলে জশ হ্যাজলউডের হাতে ক্যাচ দিয়ে মাত্র দুই রান করে প্যাভিলিয়নে ফেরেন হায়দরাবাদের এই ব্যাটসম্যান। ফিফটি করেই প্যাভিলিয়নের পথে পাড়ি জমান রাহুল। ৪০ বলে ৫১ রান করে ফেরেন হেনরিকেসের বলে। রাহুল যাওয়ার পর ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা হার্দিক পান্ডিয়া ভারতের হাল ধরবেন, এমনটা মনে করা হলেও তাঁকে প্রথম ম্যাচে কিছুই করতে দেননি হেনরিকেস। আউট হওয়ার আগে ১৫ বলে ১৬ রান করেছেন এই অলরাউন্ডার।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পান্ডিয়ার সঙ্গে ভারতের হাল ধরা রবীন্দ্র জাদেজা এই ম্যাচেও উদ্ধার করেছেন ভারতকে। ভারত দেড় শ পেরিয়েছে মূলত এই অলরাউন্ডারের ব্যাটে চড়েই। জশ হ্যাজলউডের করা ইনিংসের ১৯তম ওভারে ২৩ রান নেন জাদেজা। শেষ ওভারে ওয়াশিংটন সুন্দরকে আউট করলেও জাদেজার হাতে বেশ ভালো মার খেয়েছেন স্টার্ক। ২৩ বলে ৫টি চার ও এক ছক্কায় ৪৪ রান করেছেন জাদেজা।
তাড়া করতে নামা অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়েই ৫৬ রান তুলেছিল। চাহালের বলে ফিঞ্চে আউট হওয়ার পরই ছন্দপতন। ২৬ বলে ৩৫ রান করে ফিরেছেন অধিনায়ক। একটু পর স্টিভ স্মিথকেও ফিরিয়ে দিয়েছেন চাহাল। অন্য প্রান্তে নটরাজনও তুলে নিয়েছেন ডার্চি শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েলকে। শর্টের ইনিংসটি ছিল প্রশ্ন জাগানো। ৩৮ বলে ৩৪ রান করেছেন এই ওপেনার। রান রেট কমতে শুরু করার পর আর চাপ সামলাতে পারেনি অস্ট্রেলিয়া। হেনরিকেস শুধু ২০ বলে ৩০ রান করেছেন।