জিম্বাবুয়ে সিরিজের পর র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ উন্নতি সৌম্যর

জিম্বাবুয়ে সিরিজের পর র‌্যাঙ্কিংয়ে উন্নতি সৌম্য সরকারেরফাইল ছবি: এএফপি

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে সেরা খেলোয়াড়ের সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন সৌম্য সরকার। বাঁহাতি ওপেনারের পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও। ছেলেদের টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন তিনি।

সিরিজ শুরুর আগে ৪৩ নম্বরে ছিলেন সৌম্য। প্রথম ও শেষ টি-টোয়েন্টিতে করেছিলেন ফিফটি। সব মিলিয়ে ৩ ম্যাচ সিরিজে গড় ৪২.০০ ও ১২৪.৭৫ স্ট্রাইক রেটে ১২৬ রান করেছেন সৌম্য। আইসিসি র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদের পর এখন ৩৪ নম্বরে আছেন তিনি।

টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অবনতি মাহমুদউল্লাহর
ফাইল ছবি: প্রথম আলো

সৌম্যর উন্নতি হলেও জিম্বাবুয়ে সিরিজের পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক মাহমুদউল্লাহ ও ওপেনার মোহাম্মদ নাঈমের। সিরিজ শুরুর আগে ৩৩ নম্বরে থাকা মাহমুদউল্লাহ নেমে গেছেন তিন ধাপ পেছনে। আগে ২৯ নম্বরে থাকা নাঈম এখন আছেন ৩২ নম্বরে। এ সিরিজের পর ৫৯ ধাপ এগিয়ে ৭০ নম্বরে উঠে এসেছেন জিম্বাবুয়ে ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে।

বোলিংয়ে শীর্ষ ৩০–এর ভেতর একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাকিব আল হাসান। সিরিজের আগে ২২ নম্বরে ছিলেন তিনি। তিন ম্যাচে তিনটি উইকেট নেওয়ার পর এখন এক ধাপ ওপরে উঠেছেন তিনি। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ২ নম্বরে আছেন সাকিব।

নেমে গেছেন নাঈমও
ছবি: এএফপি

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিরও উন্নতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে। ৩৭ ধাপ এগিয়ে ৩১ নম্বরে এসেছেন তিনি। অন্যদিকে চলমান শ্রীলঙ্কা-ভারত সিরিজের প্রথম ম্যাচ শেষে ক্যারিয়ার–সেরা ২ নম্বরে উঠেছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলেছেন তিনি।