জোকোভিচকে নিয়ে কিছু প্রশ্নের উত্তর চান ওয়ার্ন
নোভাক জোকোভিচকে নিয়ে বিতর্ক চলছে গোটা দুনিয়ায়। কোভিডের টিকা নিতে অস্বীকৃতি জানানো বিশ্বের ১ নম্বর টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেন খেলার জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেও অভিবাসন কর্তৃপক্ষ সেটি দেয়নি। তাঁর ভিসা বাতিল করেছে। জোকোভিচকে কিছুদিন একটি কেন্দ্রে আটকও রাখা হয়। আদালত অবশ্য জোকোভিচের ভিসা বাতিলের ব্যাপারটিকে ‘অযৌক্তিক’ বলে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু পুরো ব্যাপারের জের এখনো কাটেনি।
আটক থাকা অবস্থাতেই টিকা না নেওয়ার যে কারণ জোকোভিচ তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে দাখিল করেছেন, তার একটি হচ্ছে গত ডিসেম্বরের ১৬ তারিখ করোনা পজিটিভ হওয়া। করোনায় আক্রান্ত হওয়ার পর ১৪ দিন অতিক্রম করেই তিনি অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছেন, এমন দাবিও করেছেন তিনি। কিন্তু এর মধ্যেই ফাঁস হয়ে গেছে, করোনা পজিটিভি হওয়ার পরও সার্বিয়ান টেনিস তারকা বাইরে ঘুরে বেড়িয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এসব নতুন মাত্রা দিয়েছে জোকোভিচ-বিতর্কে।
জোকোভিচ–বিতর্কে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নও। তিনি সরাসরি সমালোচনা না করে কতগুলো প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। তিনি জানিয়েছেন, জোকোভিচকে নিয়ে নানামুখী বিতর্ক তিনি পত্রিকায় পড়ছেন। এসব দেখে-পড়ে তাঁর মনে কিছু প্রশ্নের অবতারণা হয়েছে। তিনি এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে বিষয়গুলো সম্পর্ক পরিষ্কার হতে চান।
ওয়ার্ন মনে করেন, এই প্রশ্নগুলোর সমাধান হওয়াটা জরুরি, ‘পত্রপত্রিকায় জোকোভিচ নিয়ে নানামুখী বিতর্ক পড়ছি। আমি এই বিতর্কের গভীরে যেতে চাই না। কেবল কতগুলো প্রশ্নের উত্তর চাই। সত্যিই কি জোকোভিচ ১৬ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন? করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি নাকি ১৭ ডিসেম্বরই একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে বাচ্চারা ছিল। বলা হচ্ছে, অস্ট্রেলিয়ায় প্রবেশের আগে তিনি কোথাও যাননি। কিন্তু যত দূর জানা যায়, তিনি ২ জানুয়ারি স্পেনে গিয়েছিলেন।’
জোকোভিচের মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্ন, ‘নোভাককে এই মেডিকেল ছাড়পত্র কে দিয়েছে, সেটি কি জানা গেছে? কিসের ওপর ভিত্তি করে এই ছাড়পত্র দেওয়া হয়েছে? এই ছাড় দেওয়ার ব্যাপারটিই-বা কী! একজন নাগরিক হিসেবে এই প্রশ্নগুলোর উত্তর চাই আমি। আমি বুঝতে পারছি না, কী সব ঘটছে এখানে!’
ওয়ার্নের নিজের রাজ্য ভিক্টোরিয়া। জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছেন এ রাজ্য দিয়েই। ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষই সার্বিয়ান তারকাকে আটক করে কোয়ারেন্টিনকেন্দ্রে পাঠায়। জানা গেছে, এই ভিক্টোরিয়া রাজ্যও নাকি জোকোভিচের সেই তথাকথিত মেডিকেল প্যানেলের ছাড়পত্র গ্রহণ করেছে। টেনিস অস্ট্রেলিয়াও সেই ছাড়পত্রের ভিত্তিতেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ব্যাপারে অনুমতি দিয়েছে জোকোভিচকে। ওয়ার্ন তাঁর রাজ্য সরকারের তীব্র সমালোচনাই করেছেন, ‘এসব বিষয়ে ভিক্টোরিয়া রাজ্য সরকারের নীরবতা অসহ্য। তাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত। আমাদের সবার জানার অধিকার আছে।’
১৭ জানুয়ারি শুরু হবে টেনিসের অন্যতম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ‘অস্ট্রেলিয়ান ওপেন’। বছরের প্রথম এই গ্র্যান্ড স্লামে জোকোভিচ খেলতে পারবেন কি না, সেটি নিয়ে এখনো সন্দেহ আছে। অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন জোকোভিচ এবার জিতলে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের ব্যক্তিগত রেকর্ডে রজার ফেদেরার আর রাফায়েল নাদালকে ছাড়িয়ে যাবেন।