জয়ে সুপার টুয়েলভ শুরু করবে বাংলাদেশ?

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার টুয়েলভছবি: বিসিবি

বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছে হার দিয়ে। স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন মাহমুদউল্লাহ-সাকিব আল হাসানরা। গ্রুপের পরের দুটি ম্যাচ জিতে বাংলাদেশ উঠেছে সুপার টুয়েলভে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার টুয়েলভ।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলবে শারজায়। খেলা হবে স্পিনবান্ধব উইকেটে। সেদিক থেকে একটা সুবিধা হয়তো পাবে বাংলাদেশ দল। দুই স্পিনার সাকিব আল হাসান আর মেহেদী হোসেন প্রথম পর্বে দুর্দান্ত বোলিং করেছেন। অন্যদিকে, শ্রীলঙ্কা হয়তো এ ম্যাচে পাচ্ছে না তাদের সেরা স্পিনার মহীশ তিকশানাকে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা বাদ দিলে ব্যাটিংয়েও ভালোই করছে বাংলাদেশ। দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন ছন্দে। রান পাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিম রানে ফিরলে তো কোনো কথাই নেই। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও অবশ্য ছন্দেই আছেন। প্রথম পর্বের তিনটি ম্যাচেই রান পেয়েছেন তাদের ব্যাটসম্যানরা। পাঠক, আপনার কী ধারণা, আজ শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে সুপার টুয়েলভ শুরু করবে বাংলাদেশ?