সম্প্রচার শেষ ২৭ অক্টোবর ২০২১

বাংলাদেশের টানা দ্বিতীয় হার, ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়

০৯: ৩৫ , অক্টোবর ২৭

টস

আবুধাবিতে সুপার টুয়েলভের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

এ ম্যাচের সবকিছু নিয়ে প্রথম আলোর সরাসরি আপডেটে আপনাকে স্বাগত!

০৯: ৩৯ , অক্টোবর ২৭

সাইফউদ্দিনের জায়গায় শরীফুল

পিঠের চোটে আগেই ছিটকে গেছেন সাইফউদ্দিন। বাংলাদেশ একাদশে আজ পরিবর্তন একটিই। সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এ বিশ্বকাপে শরীফুলের এটিই প্রথম ম্যাচ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান

০৯: ৪১ , অক্টোবর ২৭

ইংল্যান্ড একাদশে পরিবর্তন নেই

একাদশ অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড। চোটের কারণে প্রথম ম্যাচে না খেলা মার্ক উড নেই আজও।

ইংল্যান্ড একাদশ

জস বাটলার, জেসন রয়, ডেভিড মালান, এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস

০৯: ৫৩ , অক্টোবর ২৭

প্রথমবার

শুধু বিশ্বকাপ নয়, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ইংল্যান্ড বাংলাদেশের ১৯তম প্রতিপক্ষ। এ বিশ্বকাপেই পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথমবার খেলেছে বাংলাদেশ, তারা ছিল ১৮তম প্রতিপক্ষ।

০৯: ৫৫ , অক্টোবর ২৭

লিটনের ওপর চোখ

ফর্মটা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ওপেনারের। শ্রীলঙ্কার বিপক্ষে সহজ দুইটি ক্যাচ ফেলে আছেন আরও চাপে। একাদশে অবশ্য জায়গায় ধরে রেখেছেন আজও।

১০: ০৫ , অক্টোবর ২৭

প্রথম ওভারে ২ চার লিটনের

প্রথম ওভারে মঈনকে এনেছেন মরগান। প্রথম থেকে টার্নের দেখা পেয়েছেন এ অফস্পিনার। পঞ্চম বলে ক্রিজ ছেড়ে বেড়িয়ে প্রথম চারটি মেরেছেন লিটন, লং-অন দিয়ে। পরের বলে আবারও ক্রিজ ছেড়েছেন, এবার চার হয়েছে এক্সট্রা কাভার দিয়ে।

বাংলাদেশ ১০/০, ১ ওভার

১০: ১৪ , অক্টোবর ২৭

পরপর ২ বলে নেই লিটন-নাঈম

প্রথম ওভারে ২টি চার মেরেছিলেন, তবে সেগুলো ঠিক ছন্দে ফেরাতে পারল না লিটনকে। মঈনের পরের ওভারে জায়গা বানিয়ে স্লগ সুইপ করতে গিয়ে টপ-এজড হয়েছেন লিটন, স্কয়ার লেগে ক্যাচ নিতে ভুল হয়নি লিয়াম লিভিংস্টোনের। ১৪ রানে বাংলাদেশ হারিয়েছে প্রথম উইকেট, লিটন ফিরেছেন ৭ বলে ৯ রান করেই। ঠিক পরের বলেই মিড-অনে ধরা পড়েছেন নাঈম। ১৪ রানেই দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ, নাঈম ৫ রান করেছেন ৭ বল খেলে।

হ্যাটট্রিক বলটা ডিফেন্ড করেছেন মুশফিক।

বাংলাদেশ ১৫/২, ৩ ওভার।

নাঈমের উইকেটের পর ইংল্যান্ডের উদ্‌যাপন
ছবি: এএফপি
১০: ২৫ , অক্টোবর ২৭

মঈনের টানা ৩ ওভার

টানা তৃতীয় ওভার করতে এসেছেন মঈন আলী। নাঈমের পর ক্রিজে আরেক বাঁহাতি সাকিব, মঈনের দ্বিতীয় ও তৃতীয় ওভারে স্ট্রাইকে ছিলেন এ দুজন। এ ওভারের শেষ বলে ডাউন দ্য গ্রাউন্ডে চার মেরেছেন মুশফিক। বাংলাদেশ ইনিংসের পুনর্গঠনের কাজটা আবারও মুশফিক-সাকিবের ওপর।

বাংলাদেশ ২৪/২, ৫ ওভার।

১০: ২৮ , অক্টোবর ২৭

নেই সাকিবও

শুরু থেকে গুডলেংথ, শর্ট অব আ লেংথে বোলিং করে যাচ্ছেন ক্রিস ওকস। এমন ডেলিভারি, সঙ্গে আদিল রশিদের দারুণ এক ক্যাচে ফিরতে হলো সাকিবকে। ঘুরিয়ে খেলতে গিয়ে ওপরে তুলেছিলেন সাকিব, বৃত্তের ওপর থেকে পেছন দিকে ছুটে শেষ মুহুর্তে ঝাঁপিয়ে ক্যাচ নিয়েছেন রশিদ। বাংলাদেশ ২৬ রানে হারিয়েছে তৃতীয় উইকেট।

পাওয়ার প্লেতে ২৭ রান তুলেছে বাংলাদেশ।

প্রথম ৩ ওভারে ক্রিস ওকসের লাইন-লেংথ
ছবি: ক্রিকইনফো
১০: ৩৪ , অক্টোবর ২৭

পাওয়ার প্লেতে সর্বনিম্ন

দারুণ ব্যাটিং উইকেট দেখে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে শুরুটা বাজে হয়েছে বাংলাদেশের। প্রথম ৬ ওভারে উঠেছে মাত্র ২৭ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পাওয়ার প্লেতে যৌথভাবে সর্বনিম্ন স্কোর এটি। এর আগে ২০১০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ২০১৪ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতে ২৭ রানই তুলেছিল বাংলাদেশ।

প্রথম ৬ ওভারে উঠেছে মাত্র ২৭ রান
ছবি: এএফপি
১০: ৪৯ , অক্টোবর ২৭

১০ ওভার শেষে

১২ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ ও মুশফিক। আদিল রশিদকে চার মেরেছেন মাহমুদউল্লাহ, পরে টাইমাল মিলসকে আপার কাট করে আরেকটি মেরেছেন মুশফিক। দুইজনের চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৩৪ রান।

১০ ওভার শেষে বাংলাদেশ স্কোর ৫৯/৩।

১০: ৫৭ , অক্টোবর ২৭

মুশফিককে ফেরালেন লিভিংস্টোন

ড্রিংকস বিরতির পরই ইয়াম লিভিংস্টোনকে এনেছেন এউইন মরগান। মুশফিকুর রহিম রিভার্স প্যাডল সুইপ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আম্পায়ার নিতিন মেনন অবশ্য শুরুতে ইংল্যান্ডের এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি। তবে রিভিউ সফল হয়েছে ইংল্যান্ডের। লেগস্টাম্পের ভেতরের লাইনে পড়া বলটা গিয়ে আঘাত করত অফ-মিডল স্টাম্পে, দেখিয়েছে বল ট্র্যাকিং।

৬৩ রানে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মুশফিক করেছেন ৩০ বলে ২৯ রান।

৩০ বলে ২৯ রান করে এলবিডব্লু হয়েছেন মুশফিক
ছবি: এএফপি
১১: ০৭ , অক্টোবর ২৭

ভুল বোঝাবুঝিতে ফিরলেন আফিফ

মিসফিল্ডে রান চুরি করতে নেই- ক্রিকেটের প্রবাদটা সামনে এল আবার।

লিভিংস্টোনের বলটা ফাইন লেগে খেলেছিলেন মাহমুদউল্লাহ। ঠিকঠাক সিঙ্গেল পূর্ণ করেছিলেন এরপর। তবে টাইমাল মিলসের মিসফিল্ডে ডাবলস নেওয়ার জন্য আফিফকে ডেকেছিলেন মাহমুদউল্লাহ। আফিফ বেরিয়ে এসেছিলেন অনেকটাই। মাহমুদউল্লাহ এরপর ফিরিয়ে দিয়েছেন তাঁকে, তবে ক্রিজে ফিরতে পারেননি আফিফ। ৬ বলে ৫ রান করে রান-আউট আফিফ।

পরের দুই বলেও তৈরি হয়েছিল রান-আউটের সম্ভাবনা, শেষ পর্যন্ত বিপদ ঘটেনি।

বাংলাদেশ ৭৬/৫, ১৩ ওভার।

বাউন্সার ডাক করছেন আফিফ
ছবি: এএফপি
১১: ১৪ , অক্টোবর ২৭

কিপটে ওকস

৪ ওভার।

১৪ ডট।

১২ রান।

সাকিব আল হাসানের উইকেট।

স্পেল শেষ করেছেন ক্রিস ওকস।

ক্রিস ওকস
ছবি: এএফপি
১১: ১৮ , অক্টোবর ২৭

লিভিংস্টোনের শিকার মাহমুদউল্লাহ

‘পার্ট-টাইমার’ লিভিংস্টোনের ওপর চড়াও হতে গিয়ে ক্যাচ দিলেন মাহমুদউল্লাহ। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেওয়ার আগে ২৪ বলে ১৯ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। ইনিংসজুড়েই ধুঁকেছেন তিনি, শেষ পর্যন্ত গিয়ার বদলাতে পারলেন না আর। ডেথ ওভারে যাওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে মৃত্যুকূপে পড়ে গেছে যেন বাংলাদেশ।

পাওয়ার প্লের পর ইনিংসের মাঝের ওভারগুলোতেও শেষ পর্যন্ত সুবিধা করতে পারল না বাংলাদেশ। ৫ ওভার বাকি থাকতে বাংলাদেশের স্কোর ৮৩ রান।

১১: ২৬ , অক্টোবর ২৭

মেহেদীর দুই চার

টাইমাল মিলসকে থার্ডম্যান দিয়ে চার মারার পর মেহেদী হাসান আরেকটি মেরেছেন আদিল রশিদকে। এবার কাভারের ওপর দিয়ে। ইনিংসে অষ্টম ও নবম বাউন্দারি পেয়েছে বাংলাদেশ। ১৭ ওভার শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশের বোর্ডে ৯৮ রান।

শেষ ৩ ওভারে উঠবে কোনো ঝড়?

১১: ২৯ , অক্টোবর ২৭

থামলেন মেহেদী

দুই চার মারার পরই থামতে হলো মেহেদীকে। টাইমাল মিলসের ধীরগতির বলে স্কুপ করতে গিয়ে ফাইন লেগে থাকা ক্রিস ওকসকে ফাঁকি দিতে পারেননি তিনি। সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

১১: ৩৭ , অক্টোবর ২৭

ছয়, ছয়, চার

আদিল রশিদের ওপর চড়াও হয়েছেন নাসুম আহমেদ। প্রথমে স্কয়ার লেগের ওপর দিয়ে মেরেছেন ইনিংসের প্রথম ছয়। ২ বল পর মেরেছেন আরেকটি। শেষ বলে থার্ডম্যান দিয়ে মেরেছেন চার।

১৯তম ওভারে উঠেছে ১৭ রান। ইনিংসে যা সর্বোচ্চ।

১১: ৪৮ , অক্টোবর ২৭

১২৪ রানে থামল বাংলাদেশ

পঞ্চম বলে রিভিউ করে নুরুল হাসানের উইকেট পেয়েছে ইংল্যান্ড। টাইমাল মিলসের দ্রুতগতির শর্ট বলে কট-বিহাইন্ড হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। শেষ বলে ইয়র্কারে বোল্ড করেছেন মোস্তাফিজুর রহমানকে। টাইমাল মিলসের করা শেষ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৫ রান।

১৯তম ওভারে উঠেছিল ১৭ রান। ইনিংসে ওই ওভারেই যা একটু ইংল্যান্ডের ওপরে যেতে পেরেছে বাংলাদেশ। সেটা বাদ দিলে পুরো ইনিংসেই ধুঁকেছেন ব্যাটসম্যানরা।

সর্বোচ্চ ২৯ রান মুশফিকের, তবে তিনি খেলেছেন ৩০ বল। শেষ দিকে নাসুম আহমেদ করেছেন ৯ বলে ১৯ রান, শেষ ওভারে কোনো বৈধ ডেলিভারিতেই স্ট্রাইক পাননি তিনি।

২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১২৪ রান।

ইনিংসজুড়েই এমন উদ্‌যাপনের উপলক্ষ্য পেয়েছে ইংল্যান্ড
ছবি: এএফপি
১২: ০০ , অক্টোবর ২৭

প্রথম ওভারেই সাকিব

জেসন রয়। জস বাটলার। দুই ডানহাতি ওপেনার। মাহমুদউল্লাহ প্রথম ওভারই দিয়েছেন বাঁহাতি সাকিব আল হাসানকে। প্রথম বলেই কাট করে চার মেরে রয় জানিয়েছেন, এ ‘ম্যাচ-আপ’-এর জন্য প্রস্তুত তিনি। এরপর অবশ্য বাউন্ডারি হয়নি আর।

ইংল্যান্ড ৭/০, ১ ওভার।

১২: ০৬ , অক্টোবর ২৭

মোস্তাফিজের ওভার থেকে ইংল্যান্ডের ১১

শুরুতে রয়-বাটলারের প্যাড তাক করে বোলিং করেছেন মোস্তাফিজ। এরপর বের করেছেন কাটার। তবে জেসন রয় মেরেছেন দুইটি বাউন্ডারি, শেষ ২ বলে। প্রথম বাউন্ডারিটি এসেছে স্ট্রেইড ড্রাইভে, বেশ সময় নিয়ে খেলেছেন রয়। পরেরটি ইনসাইড-এজে, ফাইন লেগ দিয়ে।

প্রথম ওভারে মোস্তাফিজ দিয়েছেন ৯ রান, লেগবাই থেকে এসেছে আরও ২ রান।

১২: ০৯ , অক্টোবর ২৭

সাকিবকে ছয় বাটলারের

শারজার মাঠ ছিল উইকেটের স্কয়ারে ছোট। তবে আবুধাবির এ মাঠে বাউন্ডারি ছোট সোজাসুজি। ইংল্যান্ড ব্যাটসম্যানদের নজর সেদিকেই। এমনিতে বাঁহাতি স্পিনে রিভার্স-সুইপ একটা বড় অপশন তাঁদের। তবে সাকিবকে বাটলার ছয় মারলেন ডাউন দ্য গ্রাউন্ডেই। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে দারুণ টাইমিংয়ে ইনিংসের প্রথম ছয় মেরেছেন তিনি। ইনিংসের প্রথম ছয় পেতে ১৯তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশকে। রয়-বাটলার শুরুটা করলেন উড়ন্তই।

ইংল্যান্ড ২৮/০, ৩ ওভার।

১২: ১৭ , অক্টোবর ২৭

প্রথম আঘাত নাসুমের

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের প্রথম ওভার করতে এসেই সফল হয়েছিলেন নাসুম আহমেদ। আজ তাঁকে বোলিংয়ে আনা হলো পঞ্চম ওভারে। ওভারের পঞ্চম বলে গিয়ে সফল হলেন তিনি। ক্রিজের পেছনে গিয়ে আটকে থেকে তুলে মেরেছিলেন বাটলার। লং-অফ থেকে বাঁদিকে ছুটে গিয়ে ভালো ক্যাচ নিয়েছেন মোহাম্মদ নাঈম। ১৮ বলে ১৮ রান করেই আউট হয়েছেন বাটলার।

ইংল্যান্ড ৪০/১, ৫ ওভার।

১২: ২৩ , অক্টোবর ২৭

পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের ফিফটি

মোস্তাফিজের বেরিয়ে যাওয়া বলে শট খেলেছিলেন রয়, তবে তাঁর ব্যাট ছিল প্যাডের পেছনে। বাংলাদেশের করা কট-বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ল্যাংটন রুজেরে। মাহমুদউল্লাহ রিভিউ করলেও সফল হয়নি সেটা। যে শব্দ ছিল, প্যাডে রয়ের ব্যাট আঘাত করার ফলেই এসেছিল সেটা। আল্ট্রা-এজে কোনো স্পাইক দেখা যায়নি তাই। শেষ বলে আবারও এলবিডব্লুর আবেদন হয়েছিল, তবে এবার আর রিভিউ হয়নি। লেগবাই থেকে এসেছে চার রান।

বাটলার আউট হওয়ার পর তিন নম্বরে এসেছেন বাঁহাতি ডেভিড ম্যালান। পাওয়ার প্লেতে ইংল্যান্ড তুলেছে ৫০ রান।

১২: ২৮ , অক্টোবর ২৭

ছুটছে ইংল্যান্ড

অফস্পিনার মেহেদী হাসান এসেছেন আক্রমণে।

জেসন রয়ের ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মারা শটটা লং-অফে হাত লাগিয়েছিলেন নাঈম। বেশ খানিকটা ছুটে এসেছিলেন তিনি। তবে ধরতে পারেননি, রাখতে পারেননি বাউন্ডারির ভেতরেও। এরপর অফস্টাম্পের একটু বাইরে নিচু হওয়া বলে কাট করে চার মেরেছেন রয়।

ইংল্যান্ড ৬৩/১, ৭ ওভার।

১২: ৩৯ , অক্টোবর ২৭

আরও কাছে ইংল্যান্ড

১০ ওভারে বাংলাদেশ তুলেছিল ৬০ রান। ইংল্যান্ড তুললো ৯০ রান, ১ উইকেটে।

ফিফটির দিকে এগোচ্ছেন রয়, সহজ জয়ের পথে এগোচ্ছে ইংল্যান্ড।

১০ ওভার শেষে দুই দলের জয়ের সম্ভাবনা
ছবি: ক্রিকভিজ
১২: ৫১ , অক্টোবর ২৭

রয়ের ফিফটি

নাসুমকে টেনে ছয় মেরে ফিফটি পূর্ণ করলেন জেসন রয়। মাত্র ৩৩ বল নিলেন তিনি।

ইংল্যান্ড ১০৪/১, ১২ ওভার।

১২: ৫৬ , অক্টোবর ২৭

ফিরলেন রয়

শরীফুল ইসলামকে ছয় মেরেছিলেন স্টাম্পের ওপরের বলে। এবার অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন, তবে থার্ডম্যানে ধরা পড়েছেন জেসন রয়। ৩৮ বলে ৬১ রান করে আউট হলেন তিনি। ইংল্যান্ড ওপেনার ফিরলেন, তবে এর আগেই বাংলাদেশকে বড় আঘাত করে গেছেন তিনি।

১৩: ০৮ , অক্টোবর ২৭

৮ উইকেটে হার বাংলাদেশের

এমন উইকেটে ১২৪ রানের সংগ্রহ নিয়ে খুব বেশি লড়াই করার আশা করাটা একটু বাড়াবাড়িই। সেটাও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল ইংল্যান্ডের সঙ্গে। শেষ পর্যন্ত বাংলাদেশ লড়াই করতে পারেনি।

আবুধাবিতে বাংলাদেশকে বড় ব্যবধানেই হারাল ইংল্যান্ড। শরীফুল ইসলামকে পুল করে চার মেরে ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছেন জনি বেয়ারস্টো। ৩৫ বল ও ৮ উইকেট বাকি রেখে জিতেছে ইংল্যান্ড।

১৮ বলে ১৮ রান করে জস বাটলার ফিরলেও আরেক ওপেনার জেসন রয় ছিটকে দিয়েছেন বাংলাদেশকে। ডেভিড মালানের সঙ্গে তাঁর দ্বিতীয় উইকেট জুটিতে উঠেছে ৪৮ বলে ৭৩ রান। ৩৮ বলে ৬১ রানের দারুন ইনিংস খেলেছেন রয়। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

মালান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ বলে ২৮ রান করে। বাংলাদেশের হয়ে নাসুম ও শরীফুল পেয়েছেন উইকেটের দেখা।

শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের কাছেও হারল বাংলাদেশক। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের বিপক্ষেও দাপুটে জয় পেল ইংল্যান্ড।

১৩: ১৮ , অক্টোবর ২৭

টানা দ্বিতীয় হার বাংলাদেশের

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে সম্ভাবনার কথা শুনিয়েছিল বাংলাদেশ দল। খেলতে চেয়েছিল টুর্নামেন্টের সেমিফাইনালে। কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপ তো আর ‘হাতের মোয়া’ নয় যে চাইলেই সব পাওয়া যায়!

প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হারের পর সুপার টুয়েলভে খেলতে পারা না পারার শঙ্কা জেগেছিল। বাংলাদেশের খেলোয়াড়েরাই সে শঙ্কা ধুয়ে–মুছে উঠেছে সুপার টুয়েলভে। কিন্তু তারপর তো সেই একই চিত্র। সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে হারে বড় ধাক্কা খেল বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন।

আরও পড়ুন