টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই তামিম ও শরীফুল

ডারবান টেস্টে আগে বল করবে বাংলাদেশবিসিবি

ডারবানের কিংসমিডে আজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ দল। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

কিংসমিডে সর্বশেষ ৮ টেস্টে প্রথম ইনিংসে গড় সংগ্রহ ২৯৭। তামিম ইকবালের এ ম্যাচ দিয়ে টেস্ট সংস্করণে ফেরার কথা থাকলেও আজ সকাল থেকে তিনি পেটের পীড়ায় আক্রান্ত। তাঁকে তাই এই টেস্টে পাচ্ছে না বাংলাদেশ দল।

সকালে ফিটনেস পরীক্ষার পর একাদশের বাইরে রাখা হয়েছে পিঠের ব্যথায় আক্রান্ত শরীফুল ইসলামকেও। ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে খেলছেন আরেক পেসার খালেদ আহমেদ।

বাংলাদেশ দল: মুমিনুল হক, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।