ট্রাম্পেলমানে জিতেছে নামিবিয়া

ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির আশপাশে বল করেন ট্রাম্পেলমান। ভেতরে-বাইরে দুই দিকেই সুইং করাতে পারেন। নতুন বলে তাঁকে খেলাটা একটু অসুবিধাই।

প্রথম ওভারেই দারুণ বল করেন ট্রাম্পেলমানছবি: রয়টার্স

আগে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ড আসলে ম্যাচ হেরেছে প্রথম ওভারেই!
স্কোরকার্ড বলছে, ৮ উইকেটে ১০৯ রান তুলেছে স্কটল্যান্ড। টি–টোয়েন্টিতে এই স্কোরকে সাদামাটা বললেও বেশি বলা হয়।

তবু স্কটিশরা এই স্কোর গড়ে হারের পরও ভাবতে পারে, যাক, তবু তো ওই পর্যন্ত যাওয়া গেছে। টপ অর্ডারে প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিনজন প্রথম ওভারেই ফিরে গেলে ম্যাচের আর কী থাকে! স্কটল্যান্ডের এই বিপর্যয়ের নায়ক রুবেন ট্রাম্পেলমান।

বাঁহাতি এই পেসার স্কটল্যান্ডের ইনিংসে প্রথম ওভারেই তুলে নেন জর্জ মানসি, ক্যালাম ম্যাকলাউড ও রিচি বেরিংটনকে। স্কটল্যান্ড এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে ১০০ পার করে। প্রথম ওভারে অবিশ্বাস্য বল করায় ম্যাচসেরাও হয়েছেন ট্রাম্পেলমান। ১৭ রানে ৩ উইকেট নেওয়ার এ ম্যাচে তিনি একটি রেকর্ডও গড়েন। ছেলেদের টি–টোয়েন্টি ম্যাচে প্রথম ওভারে অন্তত ৩ উইকেট নেওয়া একমাত্র বোলার তিনি।

নামিবিয়াকে ম্যাচের শুরুতেই এগিয়ে দেন ট্রাম্পেলমান
ছবি: টুইটার

ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির আশপাশে বল করেন ট্রাম্পেলমান। ভেতরে–বাইরে দুই দিকেই সুইং করাতে পারেন। নতুন বলে তাঁকে খেলাটা একটু অসুবিধাই। নামিবিয়ার বোলিং কোচ অ্যালবি মরকেল স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র টি–টোয়েন্টি ম্যাচে এক ওভারে ২ উইকেট পেয়েছিলেন। ডারবানে জন্ম নেওয়া দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ট্রাম্পেলমানকে মরকেল এর আগে নামিবিয়ার হয়ে খেলার অনুরোধ করেছিলেন। ট্রাম্পেলমান সে অনুরোধে সাড়া দিয়ে নামিবিয়ার হয়ে মাঠে নেমে বুধবার মরকেলকেও ছাড়িয়ে গেলেন।

টি–টোয়েন্টিতে এটাই সেরা বোলিং ট্রাম্পেলমানের।