ডারবান টেস্ট জিততে পারবে বাংলাদেশ?

কিংসমিডে অনুশীলনে বাংলাদেশ দলছবি: বিসিবি

ডারবানের কিংসমিডে আজ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল। মুমিনুল হকের দলের সামনে এখন দুই ম্যাচ টেস্ট সিরিজের চ্যালেঞ্জ।

নিয়মিত ছয় টেস্ট ক্রিকেটার আইপিএলে চলে যাওয়ায় এবার দক্ষিণ আফ্রিকা পারছে না পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে। অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুই টেস্ট জেতা বাংলাদেশের এই দলটা মোটেই ভয়কাতুরে নয়, লড়তে জানে।

নেট অনুশীলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক
ছবি: বিসিবি

কিংসমিডের সবুজ উইকেটে লড়াইয়ের রসদ আছে বাংলাদেশের পেসার ও ব্যাটসম্যানদের। পেসবান্ধব উইকেটের আশা করা হলেও গতি তেমন হবে না। সুষম বাউন্স থাকায় রান করতে পারবেন ব্যাটসম্যানরা।

সাকিব আল হাসান না থাকলেও দীর্ঘ ১১ মাস লাল বলের ক্রিকেটে তামিম ইকবালকে পাচ্ছে বাংলাদেশ। ব্যাটিংয়ে এটা বড় প্রাপ্তি।

২০২০ সালের ফেব্রুয়ারির পর থেকে কিংসমিডে আর খেলেনি দক্ষিণ আফ্রিকা। এ মাঠে তাঁরা সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। কিংসমিডে গত ১৩ বছরের মধ্যে ৯ টেস্ট খেলে মাত্র এক ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

২০১৩ সালে ভারতের বিপক্ষে। এরপর চার ম্যাচ খেলে তিন হার ও একবার ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। পাঠক, বাংলাদেশ কি পারবে ডারবান টেস্টে জয় তুলে নিতে? ভোটে আপনার মতামত দিন।

বাংলাদেশ সময় দুপুর ২টায় ডারবান টেস্টে প্রথম দিনের খেলা শুরু হবে।