দক্ষিণ আফ্রিকায় টেস্টে নেই রোহিত, ওয়ানডেতে অনিশ্চিত কোহলি
দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। সফরটা শুরু হচ্ছে টেস্ট সিরিজ দিয়ে। কিন্তু সেই সিরিজে খেলতে পারবেন না রোহিত শর্মা। সোমবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোটই দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে দিয়েছে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ককে। এদিকে আরেক খবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নাকি না খেলার সিদ্ধান্ত নিচ্ছেন সদ্যই ওয়ানডে অধিনায়কত্ব হারানো বিরাট কোহলি।
মেয়ে ভামিকার প্রথম জন্মদিন ১১ জানুয়ারি। দিনটা পরিবারের সঙ্গেই কাটাতে চান কোহলি। তাই ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজটা ছেড়েই দিচ্ছেন তিনি। কারণ, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে কোয়ারেন্টিন করতে করতেই শুরু হয়ে যাবে ওয়ানডে সিরিজ।
গতকাল সোমবার মুম্বাইয়ে অনুশীলনে থ্রো ডাউনের সময় আচমকা একটি বল লাফিয়ে উঠে রোহিতের গ্লাভসে লাগে। প্রাথমিক চিকিৎসার পর আবারও ব্যাটিং করলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। যন্ত্রণার চোটে শেষে অনুশীলনই ত্যাগ করতে হয়। পরে ভারতীয় বোর্ড জানিয়ে দেয় টেস্ট সিরিজই খেলতে পারবেন না রোহিত।
সদ্যই ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন কোহলি। তাই তিনি যদি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ না খেলেন, সেটি নিয়ে নানা কিছু ভেবে বসতে পারে ক্রিকেটপ্রেমীরা। তবে মেয়ে ভামিকার প্রথম জন্মদিন উপলক্ষে কোহলি নাকি ছুটি নেওয়ার কথা বোর্ডকে আগেই জানিয়ে রেখেছিলেন। তাই এটি নিয়ে আলাদা কোনো চমক নেই বলেই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।