default-image
>দলের বাকি সদস্যরা যখন টিম হোটেলে, তখন মুশফিকুর রহিম ব্যস্ত একা অনুশীলনে

আজ সকাল থেকেই ব্যস্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। অনুশীলন করছে সফরকারী জিম্বাবুয়ে দল। বাংলাদেশ দলের অনুশীলন বেলা দেড়টায়। কিন্তু দলের বাকি সদস্যরা যখন টিম হোটেলে, মুশফিকুর রহিম ঠিকই চলে এলেন মাঠে। জিম্বাবুয়ে দল মাঠের এক পাশে অনুশীলনে ব্যস্ত, মাঠের আরেক পাশে মুশফিক।

জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে থাকলেও একাদশে থাকবেন না মুশফিক। বাংলাদেশ ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে গেছে। তাই আগামী এপ্রিলের পাকিস্তান সফরে একমাত্র ওয়ানডে ম্যাচের সম্ভাব্য দল খেলানো হবে তৃতীয় ওয়ানডে ম্যাচে। আর মুশফিক না থাকলে তরুণ কাউকে সুযোগ দেওয়া হবে তৃতীয় ওয়ানডের একাদশে।

কিন্তু মুশফিককে দেখে এত কিছু বোঝার উপায় নেই। তিনি উল্টো স্বাভাবিকের চেয়ে বেশি অনুশীলন করছেন। দুপুর ১২টায় মাঠে এসেই তিনি প্রায় ১২ মিনিট মাঠের এপাশ-ওপাশ দৌড়ালেন। এরপর কিছুক্ষণ ডাগআউটে বসে বিশ্রাম নিয়ে গেলেন ড্রেসিংরুমে। কিছুক্ষণ পর আবার মাঠে নামলেন মুশফিক। এবার ব্যাট, বল নিয়ে। টিম বয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ নক করতে দেখা গেছে তাঁকে। পরে নেটেও ব্যাটিং করেছেন মুশফিক।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0