দিনটা ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙা জাদেজারই

শতকের পর রবীন্দ্র জাদেজাছবি: এএফপি

রবীন্দ্র জাদেজাকে নিয়ে ওয়াসিম জাফরের টুইট, ‘রবীন্দ্র জাদেজা শুধু ফিল্ডিং দিয়ে একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারেন। সিরিজ জেতাতে পারেন বল হাতে। একজন নিখুঁত অলরাউন্ডার।’

মোহালি টেস্টে আজ দ্বিতীয় দিনে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল ভারত ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার রডনি মার্শ ও শেন ওয়ার্নের মৃত্যুতে শোক জানিয়ে দিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর প্রায় পুরোটাই রবীন্দ্র জাদেজা ‘শো’—আগের দিন ৪৫ রানে অপরাজিত ছিলেন, ইনিংসকে আজ টেনে নিয়ে গেছেন ক্যারিয়ার–সেরা অপরাজিত ১৭৫ রানে।

সাতে নেমে ভারতের হয়ে ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন জাদেজা
ছবি: এএফপি

৮ উইকেটে ৫৭৪ রানে ভারত প্রথম ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১০৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। ফলোঅন এড়াতে এখনো ২৬৭ রান প্রয়োজন সফরকারী দলের। ভারতের এই ৪ উইকেটের ১টি জাদেজার বাঁহাতি স্পিনে।

১৯৮৬ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্টে সাতে নেমে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন কপিল দেব। এতদিন কপিলের এই ইনিংসটাই ছিল ভারতের হয়ে টেস্টে সাতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রান। আজ ভারতের কিংবদন্তি অলরাউন্ডারকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন এই সময়ের তারকা অলরাউন্ডার জাদেজা।

আরও একটি পরিসংখ্যান আছে বেশ মজার—‘আর জাদেজা’ নামে সাতে নেমে এর আগে আরও এক ব্যাটসম্যান ক্যারিয়ার সেরা ১৭৫ রানের ইনিংস খেলেছেন। তিনি ভারতের কিংবদন্তি মহারাজ রনজিৎ সিং। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল রনজিৎ সিং জাদেজা। ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট খেলা রনজিৎ সিং ১৮৯৭ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাতে নেমে ১৭৫ রান করেন।

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেওয়ার পথে ঋষভ পন্তের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের জুটি গড়েন জাদেজা। পন্ত ৯৭ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হওয়ার পর সপ্তম উইকেটে রবিচন্দ্র অশ্বিনের সঙ্গে জাদেজা গড়েছেন ১৩০ রানের জুটি। ৬১ রান করেন অশ্বিন। এরপর নবম উইকেটে মোহাম্মদ শামির সঙ্গে অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটির পর ইনিংস ঘোষণা করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২০ রানে অপরাজিত ছিলেন শামি। এরপরই চা বিরতি ঘোষণা করা হয়।

২২৮ বলে ৩ ছক্কা ও ১৭ চারে সাজানো জাদেজার এই ইনিংসে ‘অবদান’ রয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নেরও। জাদেজা উইকেটে ‘সেট’ হওয়ার পর ফিল্ডারদের সীমানায় ছড়িয়ে দেন তিনি। লং অন, লং অফ, ডিপ মিডউইকেট, ডিপ এক্সট্রা কাভার ও ডিপ ফাইন লেগে ফিল্ডার রেখেছেন করুণারত্নে। চেপে না ধারায় ব্যাটিং করাটা সহজ হয়ে যায় জাদেজার জন্য।

তাতে অবশ্য জাদেজার দুর্দান্ত ব্যাটিং নিয়ে এতটুকু প্রশ্ন তোলার অবকাশ নেই। ধনঞ্জয়া ডি সিলভাকে বিশাল ছক্কা মেরে দেড় শ ছুঁয়ে ফেলেন জাদেজা। জয়ন্ত যাদব আউট হওয়ার পর শামি উইকেটে যেতেই হাত খুলে ব্যাট করেন এই অলরাউন্ডার। এ কারণে শামির সঙ্গে জুটিতে জাদেজার একার অবদান ৬০ বলে ৭১।

শামির সঙ্গে দারুণ জুটি গড়েন জাদেজা
ছবি: এএফপি

জাদেজা দ্বিশতক তুলে নেওয়ার আগেই রোহিত কেন ভারতের ইনিংস ঘোষণা করলেন—এ নিয়ে জল্পনা–কল্পনা আছে। সংবাদমাধ্যমকে জাদেজা নিজেই জানান, উইকেটে বল বাঁক নেওয়া শুরুর পর তিনি নিজেই ইনিংস ঘোষণার ইঙ্গিত দেন রোহিতকে। শ্রীলঙ্কা দল ‘ক্লান্ত’ থাকায় বল করে কয়েকটা উইকেট তুলে নেওয়ার সুযোগ দেখেছেন জাদেজা। ব্যাটিংয়ে নেমে প্রথম চার ব্যাটসম্যানকে ১০৩ রান তোলার মধ্যে হারায় শ্রীলঙ্কা। ২৮ রান করা করুণারত্নেকে তুলে নেন জাদেজা। ২১ রানে ২ উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন।