দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুশফিক

বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমফাইল ছবি: প্রথম আলো

ক্রাইস্টচার্চ টেস্টে মাঠে নামার আগেই দুশ্চিন্তায় বাংলাদেশ দল। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম কুঁচকির চোটে ভুগছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাই মুশফিকের খেলা অনিশ্চিত। বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে এই টেস্ট।

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে মুমিনুল হকের দল। তবে ক্রাইস্টচার্চে মুশফিককে না পেলে সেটা বড় ধাক্কাই হবে বাংলাদেশের জন্য।

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ৬ জানুয়ারি ক্রাইস্টচার্চে পৌঁছে বাংলাদেশ দল। পরের দিন বৃষ্টির কারণে অনুশীলন হয়নি। আজ দল অনুশীলন করলেও ব্যথার কারণে মুশফিক তাতে যোগ দেননি।

উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান
ফাইল ছবি: প্রথম আলো

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘কুঁচকিতে হালকা চোট আছে মুশফিকের। কাল সকালে (ম্যাচের আগে) তার ফিটনেস পরীক্ষা হবে। তাতে উতরে গেলে ও খেলবে, নাহলে তার জায়গায় নুরুল হাসানের খেলার সম্ভাবনা আছে।’

শেষ পর্যন্ত মুশফিক ফিটনেস পরীক্ষায় উতরে না গেলে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। মাউন্ট মঙ্গানুই টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান।

সিরিজে তাঁর আর খেলার সম্ভাবনা নেই। তাঁর জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈমকে। আর মুশফিকের জায়গায় কে খেলতে পারেন, সেটি তো বলেই দিলেন প্রধান নির্বাচক—উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান।

২০১৭ সালে টেস্টে অভিষিক্ত নুরুল গত বছর নভেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন।