ধারাভাষ্যকার হিসেবে ফিরছেন রবি শাস্ত্রী?
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই হচ্ছে ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীর শেষ বিশ্বকাপ—এটা একপ্রকার চূড়ান্তই। এরই মধ্যে তাঁর স্থলাভিষিক্ত কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড; যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি বিসিসিআই।
প্রশ্নটি এসেই যায়, তাহলে শাস্ত্রীর ভবিষ্যৎ কী? সবার আগে ক্রিকেট ব্যস্ততার পাট চুকিয়ে পারিবারিক জীবনে একটু থিতু হতে চান ভারতের এই সাবেক তারকা ক্রিকেটার।
৬২ বছর বয়সী শাস্ত্রী ৪২ বছর ধরেই আছেন ক্রিকেট নিয়ে। প্রথমে খেলোয়াড়জীবনে প্রায় ৯ বছর ভারতীয় জাতীয় ক্রিকেট দলে আলো ছড়িয়েছেন শাস্ত্রী। নিজে ব্যাট-প্যাড তুলে রাখলেও ক্রিকেটে ব্যস্ত জীবনই পার করেছেন। এরপর ধারাভাষ্যকার ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে ভারতের কোচ হওয়ার পর বর্তমান সময়ের মতো এত ব্যস্ত আর কখনো বোধ হয় ছিলেন না। কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে যেতে হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। করোনাকালে জৈব সুরক্ষাবলয়ের মধ্যে থেকে দায়িত্ব পালন করাটা হয়ে উঠেছে খুবই কঠিন; যেহেতু বাইরে বের হয়ে ইচ্ছেমতো সময় কাটানোর সুযোগ নেই।
তাই এবার বিশ্রাম চাই শাস্ত্রীর। ভারতীয় গণমাধ্যমকে বিরাট কোহলির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, তিনি বেছে বেছে কাজ করবেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার জন্য উন্মুক্ত থাকবেন। সারা বছর ভ্রমণ করতে হয়—এমন কিছু করতে চান না তিনি।
আইপিএলে কোচিং করানোর সুযোগ তো থাকছেই। তবে রবি শাস্ত্রীকে ধারাভাষ্যকার হিসেবে দেখার সম্ভাবনাই বেশি।
মাইক্রোফোন হাতে ফিরতে চাইলে শাস্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছেন সংশ্লিষ্ট সবাই। তাঁদেরই একজন বলেন, ‘তাঁকে লালগালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হবে। আমাকে বলুন, তাঁর চেয়ে ভালো কণ্ঠস্বর আর কার আছে?’
প্রায় ৫ বছর ধরে জাতীয় দলকে কোচিং করাচ্ছেন শাস্ত্রী। তাঁর অধীনে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। তবে তাঁর অধীনে ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ভারত। এরপর ২০২০-২১ মৌসুমে আবারও অস্ট্রেলিয়া গিয়ে সিরিজ জেতে ভারত। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে সিরিজ জিতিয়েছেন তিনি।