নতুন দায়িত্ব, কিন্তু লিটনের লক্ষ্য পুরোনো

লিটন দাসফাইল ছবি: প্রথম আলো

দুর্দান্ত সময় কাটাচ্ছেন লিটন দাস। টেস্ট ক্যারিয়ারের প্রথম ছয় বছরে কোনো শতক ছিল না তাঁর। মাত্র আটটি অর্ধশতক পেরোনো ইনিংস। গত এক বছরে ৯ টেস্টেই সেখানে আটটি অর্ধশতক পেরোনো ইনিংস। এর মধ্যে তিনটি ছিল শতক ছাড়ানো। দুর্দান্ত ব্যাটিং আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাঁকে দেশসেরা অবস্থান এনে দিয়েছে। আজ আরও একটি পালক যুক্ত হয়েছে তাঁর ক্যারিয়ারে। টেস্ট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন লিটন।

নতুন দায়িত্ব পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই লক্ষ্যের কথা জানিয়েছেন লিটন। বাংলাদেশের হয়ে ম্যাচ জেতাই যে তাঁদের লক্ষ্য।

বাংলাদেশের নতুন টেস্ট সহ-অধিনায়ক লিটন দাস
ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স ছিল লিটন দাসের। এর আগে নিউজিল্যান্ডের মাঠেও ছিলেন দুর্দান্ত। ধারাবাহিক পারফরম্যান্সে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। এই অবস্থানে অবশ্য আগেও একবার এসেছিলেন। বাড়তি যা যোগ হয়েছে, এবার ৭২৪ রেটিং পয়েন্টও হয়েছে লিটনের। তামিমকে টপকে আইসিসি র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন লিটনেরই।

এবার নেতৃত্বে জুটি বাঁধবেন সাকিব-লিটন
ছবি: ফেসবুক

আজ টেস্ট দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। তৃতীয়বারের মতো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নেতৃত্ব সাকিবের হাতে দেওয়া হয়েছে। আর তাঁর সহকারী হয়েছেন লিটন। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্বের স্বাদই পাওয়া হয়ে গেছে লিটনের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে দায়িত্ব পেয়েছিলেন লিটন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল সেদিন বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব পাওয়া লিটনকে তাই লক্ষ্য স্থির করতে গিয়ে খুব বেশি ভাবতে হয়নি। ফেসবুকে সাকিবের সঙ্গে নিজের এক ছবি দিয়ে লিখেছেন, নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। লক্ষ্য একই আছে, বাংলাদেশের হয়ে ম্যাচ জেতা।
নতুন দায়িত্বে লক্ষ্য নিয়মিত পূরণ করতে পারবেন তো লিটন!