পাকিস্তানকে ফাইনালে দেখছেন লারা

অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠে ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান দলছবি: এএফপি

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে কোন দল এগিয়ে?

টি–টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সে চোখ রাখলে পাকিস্তানের নামই আসার কথা। বেশির ভাগ মানুষের মতে, এখন পর্যন্ত সেরা খেলা উপহার দিয়েছে পাকিস্তানই। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে খেলছে তারা।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে ১০ উইকেটে হারিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু এক জয়। পাকিস্তানের পা আর মাটিতে নামেনি।

সহজ জয় পেয়েছে আফগানিস্তান, নামিবিয়া আর স্কটল্যান্ডের বিপক্ষে। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারাই। ব্যক্তিগতভাবে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিকরাও আছেন দুর্দান্ত ছন্দে।

আজকের ম্যাচে পাকিস্তানকেও এগিয়ে রাখছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। তাঁর টুইট ,‘আমি ভবিষ্যদ্বাণী পাকিস্তানের পক্ষে। অস্ট্রেলিয়া খুবই বিপজ্জনক দল। তাদের দলে এমন খেলোয়াড়েরা আছেন, যেকোনো দলকেই হারিয়ে দিতে পারেন। কিন্তু পাকিস্তানের ব্যাটিং–বোলিং দক্ষতা ফাইনালে ওঠার পথে তাদের এগিয়ে রাখছে।’

শুধু লারা কেন, কাল ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের ব্যাটিং–বোলিংয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চও। তিনি বলেছেন ,‘দুর্দান্ত ক্রিকেট খেলেছে পাকিস্তান। পাওয়ারপ্লেতে ব্যাটিং-বোলিং দুটোই তাদের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

জয় দিয়ে শুরু করে শেষ চারে পা রেখেছে অস্ট্রেলিয়াও। যদিও প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার অল্প সংগ্রহের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিততে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাজে হার।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে বড় পরীক্ষা
ছবি: এএফপি

অবশ্য এরপর ধারাবাহিকভাবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে হারিয়েই সেমিফাইনালে এসেছে অস্ট্রেলিয়া। তাদের পারফরম্যান্সে উন্নতির লক্ষণ আছে। তবুও পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে পিছিয়ে রাখছেন অনেক বিশ্লেষক।