পাঞ্জাবের দাপুটে জয়

রাবাদার ৪ উইকেট গুজরাটকে বড় স্কোর করতে দেয়নিছবি: আইপিএল

শটটা খেলেই ভানুকা রাজাপক্ষে এক গাল হাসলেন। শরীর তাক করা লকি ফার্গুসনের বাউউন্সারটা ভালোভাবে এড়াতে পারেননি। নিজেকে বাঁচাতে বাঁচাতেই ব্যাট নড়িয়েছিলেন, তাতেই ব্যাটের স্পর্শ নিয়ে ফাইন লেগ ফিল্ডারের পাশ দিয়ে ছক্কা। রাজাপক্ষের সঙ্গে হাসিতে যোগ দিলেন শিখর ধাওয়ানও। পাঞ্জাব কিংসের তখন হাসিরই সময়।

এবারের আইপিএলের অন্যতম সেরা বোলিং আক্রমণ গুজরাট টাইটানসের। আজ সে বোলিং আক্রমণের বিপক্ষে কখনো ব্যাখ্যাতীত অমন শট, কখনো নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেছে পাঞ্জাব। ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে দলটি।

সুদর্শন ৬৫ রান করেছেন
ছবি: আইপিএল

এবারের আইপিএলে স্পিন বোলিংয়ের বিপক্ষে দ্বিতীয় সেরা পরিসিংখ্যান গুজরাটের। ওদিকে সবচেয়ে বাজে ব্যাটিং পাঞ্জাবের। স্পিনে ভালো বলে গুজরাট পেসে খারাপ এমন নয়। কিন্তু আজ সে পেসেই ঘায়েল গুজরাট। পাঞ্জাবের নতুন বলের দুই পেসার সন্দ্বীপ শর্মা ও কাগিসো রাবাদাই ম্যাচের মজা কেড়ে নিয়েছেন। দুজন মিলে ৮ ওভারে মাত্র ৫০ রান দিয়েছেন। রাবাদা পেয়েছেন ৪ উইকেট।

অপরাজিত অর্ধশতক ধাওয়ানের
ছবি: আইপিএল

শুবমান গিল রান আউট হওয়ার পর ঋদ্ধিমানকে ফিরিয়েছেন রাবাদা। রিশি ধাওয়ান মাত্র ১ রানে ফিরিয়েছেন হার্দিক পান্ডিয়া। একপ্রান্ত ধরে রেখে সাই সুদর্শন ৫০ বলে ৬৫ রান করলেও সেটা গুজরাটকে মাত্র ১৪৩ রান এনে দিতে পেরেছে।

পাঞ্জাবের শুরুটা ছিল খুব বাজে। বাজে ফর্ম ধরে রেখে ১ রানে বিদায় জনি বেয়ারস্টো। কিন্তু ধাওয়ান ও রাজাপক্ষে সে ধাক্কা টের পেতে দেননি। স্পিনের বিপক্ষে পাঞ্জাব দুর্বল, এই জানা তথ্য কাজে লাগাতে পারছিল না গুজরাট। দলে একজনই স্পিনার। সেটা রশিদ খান হলেও পাওয়ার প্লেতে তাঁর বোলিংয়ে আপত্তি।

রাজাপক্ষে ৪০ রান করেছেন
ছবি: আইপিএল

রশিদ আক্রমণে এসেছেন ৭ ওভার শেষে। ততক্ষণে পাঞ্জাবের রান ৫৮। ওদিকে রাজাপক্ষের রেকর্ড স্পিনের বিপক্ষে ভালো হওয়ায় রশিদও দাগ কাটতে পারেননি।

দ্বিতীয় উইকেট ভেঙেছে ৯৭ রান যুক্ত করার পর। ২৮ বলে ৪০ রান করা রাজাপক্ষে ফিরেছেন ফার্গুসনের বলেই। ম্যাচের তখন ৮ ওভার বাকি। পাঞ্জাবের দরকার মাত্র ৪৭ রান। সেটা মাত্র ৪ ওভারেই নিয়ে নিয়েছেন লিয়াম লিভিংস্টোন। ১০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান নিয়েছেন। অন্য প্রান্তে ৫৩ বলে ৬২ রানে অপরাজিত ধাওয়ান।