পিএসএল শুরুর আগেই করোনার ধাক্কা
মাঠে গড়ানোর আগেই করোনার ধাক্কা খেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ২৭ জানুয়ারি শুরু হবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি–টোয়েন্টি টুর্নামেন্ট।
তাতে অংশ নিতে পাকিস্তানে আসার আগেই কোভিড–১৯ পজিটিভ হয়েছেন তিন বিদেশি ক্রিকেটার—জেমস ফকনার, শিমরন হেটমায়ার ও লুক উড। তিনজনই কোয়েটা গ্লাডিয়েটর্সের খেলোয়াড়।
সংবাদমাধ্যম জানিয়েছে, দেশ ছাড়ার আগেই পজিটিভ হন তিন ক্রিকেটার। পাকিস্তানে আসতে পারেননি। আপাতত তাঁদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ২৮ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে কোয়েটা। এ ম্যাচে তাঁদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজি দলটি।
পাকিস্তানে করোনার সংক্রমণ বেড়েই চলছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ২০২০ সালে মহামারি শুরুর পর গতকাল এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের নজির দেখা গেছে (৬ হাজার ৮০৮)। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাই সাবধান হয়েছে। করাচিতে পিএসএলের ম্যাচে মাত্র ২৫ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ দেবে পিসিবি।
পিসিবি গতকাল জানায়, পাকিস্তানের জাতীয় কমান্ড ও অপারেশন সেন্টার (এনসিওসি) মাত্র ২৫ শতাংশ দর্শককে গ্যালারিতে বসে পিএসএলের ম্যাচ দেখার অনুমতি দিয়েছে। লাহোরের গাদ্দাফি এবং করাচির জাতীয় স্টেডিয়ামে পিএসএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। করাচি স্টেডিয়ামের আসনসংখ্যা বিচারে এই নিয়মে মাত্র আট হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
তবে টিকিট কাটলেই খেলা দেখার সুযোগ পাওয়া যাবে না। করোনার বিধিনিষেধ মেনে খেলা দেখতে হবে। বয়স ১২ বছরের বেশি হলে অবশ্যই টিকা নেওয়ার কাগজ দেখাতে হবে দর্শকদের, মাস্ক পরাও বাধ্যতামূলক। শুরুতে অবশ্য দর্শকদের খেলা দেখায় কোনো বিধিনিষেধের কথা ভাবেনি পিসিবি।
২৫ শতাংশ দর্শক প্রবেশের কথা জানিয়ে পিএসএলের পরিচালক সালমান নাসের সংবাদমাধ্যমকে বলেন, ‘একটি দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দর্শকদের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি আমরা বুঝি। এনসিওসির বেঁধে দেওয়া বিধিনিষেধের প্রতিফলন ঘটাতে আমরা চেষ্টার ত্রুটি রাখব না। তবে এ বিষয়ে দর্শকদেরও নিঃশর্ত সমর্থন ও সহায়তা চাই। শুধু বিধিনিষেধ মেনেই তাঁরা আমাদের সাহায্য করতে পারেন।’