পিসিবিকে যে প্রস্তাব দেয়নি বিসিবি

এ জানুয়ারিতে পাকিস্তানে বাংলাদেশের টেস্ট খেলার সম্ভাবনা খুব কম। এএফপি ফাইল ছবি
এ জানুয়ারিতে পাকিস্তানে বাংলাদেশের টেস্ট খেলার সম্ভাবনা খুব কম। এএফপি ফাইল ছবি

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরটা এ রকম—পাকিস্তানে গিয়ে বাংলাদেশ একটি টেস্ট খেলতে রাজি হয়েছে। কিন্তু অন্য টেস্টটি খেলতে চায় ঢাকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) অনানুষ্ঠানিক এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মজার ব্যাপার হলো, বিসিবি নাকি এ রকম কোনো প্রস্তাবই দেয়নি পিসিবিকে! পিটিআইয়ের সংবাদের প্রতিক্রিয়া জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী মুঠোফোনে বলেন, ‘এ রকম কোনো বিষয় সম্পর্কে আমরা অবগত নই। আমাদের দিক থেকে এ রকম কোনো প্রস্তাব দেওয়া হয়নি।’

তাহলে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সর্বশেষ অবস্থা কী? বিসিবি প্রধান নির্বাহীর সংক্ষিপ্ত উত্তর, ‘আমরা আগের অবস্থানেই আছি।’ এ মাসেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তার কথা ভেবে বিসিবি চায় না দুটি টেস্ট খেলার মতো দীর্ঘ সময় বাংলাদেশ দল পাকিস্তানে অবস্থান করুক। পিসিবির কাছে তাই তাদের বিকল্প প্রস্তাব—টি-টোয়েন্টি সিরিজটি পাকিস্তানেই খেলে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ দুটি হোক নিরপেক্ষ কোনো ভেন্যুতে। অথবা আপাতত টি-টোয়েন্টি খেলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি বুঝে পরে সুবিধাজনক সময়ে বাংলাদেশ দল টেস্ট খেলতে পাকিস্তানে যাক।

কিন্তু পিসিবি অনড়, টি-টোয়েন্টির মতো টেস্ট দুটিও বাংলাদেশকে যে করেই হোক পাকিস্তানে খেলাবে তারা। সে জন্য বিসিবির দুটি বিকল্প প্রস্তাবই দিয়েছে বাতিল করে। সর্বশেষ পিটিআইয়ের সৌজন্যে জানা গেল বিসিবির এক টেস্ট পাকিস্তানে আরেক টেস্ট ঢাকায় খেলতে চাওয়ার কথা। পিটিআই লিখেছে, পিসিবির এক কর্মকর্তা তাদের বলেছেন, টেস্ট দুটি পাকিস্তানের হোম সিরিজের অংশ এবং এ দুটি ম্যাচ পাকিস্তানেই হওয়া উচিত। ‘এটা খুবই অদ্ভুত যে বিসিবি চায় পাকিস্তান বাংলাদেশে গিয়েও একটা টেস্ট খেলুক’ বলেছেন পিসিবির ওই কর্মকর্তা। তাঁর দাবি, বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে আলোচনাটি তুললেও পিসিবি সেটি প্রত্যাখ্যান করেছে। আর বিসিবি বলছে, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কোনোভাবেই তারা এ রকম কোনো প্রস্তাব পিসিবিকে দেয়নি।