ক্রাইস্টচার্চ টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তাঁর এ সিদ্ধান্ত অনুমিতই—এর আগে ৮ টেস্টে এ ভেন্যুতে টসে জিতে আগে ব্যাটিং করেনি কোনো দল। হ্যাগলি ওভালের উইকেটে ঘাস আছে বেশ, ফলে বোলিং কন্ডিশন কাজে লাগাতে মুমিনুল জিতলেন গুরুত্বপূর্ণ টস। এ ভেন্যুতে প্রথম ইনিংসে গড় স্কোর ২৮২ রান।
তবে ম্যাচের আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে এ টেস্টে খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাঁর জায়গায় এসেছেন নুরুল হাসান। আগে থেকেই আঙুলের চোটে ছিটকে গেছেন মাহমুদুল হাসান। অভিষেক হচ্ছে বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের। বাংলাদেশের ১০০তম টেস্ট ক্রিকেটার হলেন নাঈম। বাংলাদেশের হয়ে সর্বশেষ অভিষেক হয়েছিল মাহমুদুলেরই।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশে। নিউজিল্যান্ডের মাটিতে সেটি বাংলাদেশের প্রথম জয়, সব মিলিয়ে টেস্টেও কিউইদের বিপক্ষে প্রথম জয় সেটি।
নিউজিল্যান্ড দলে এসেছে একটি পরিবর্তন। রাচিন রবীন্দ্রর জায়গায় খেলছেন ড্যারিল মিচেল। মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের একমাত্র স্পিন অপশন হিসেবে খেলেছিলেন রবীন্দ্র, এবার খেলানো হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার মিচেলকে।
এ টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন নিউজিল্যান্ড কিংবদন্তি রস টেলর। ক্যারিয়ারে এটি টেলরের ১১২তম টেস্ট। ফলে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার ড্যানিয়েল ভেট্টরির রেকর্ড ছুঁলেন তিনি।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার।