বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ঘোষণা

মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দলছবি: প্রথম আলো

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এ বছর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর আগেই ঠিক করা ছিল। মার্চ-এপ্রিলের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।

সে অনুযায়ী আজ সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চারটি ভেন্যুতে ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সফরের সূচি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

১৮ মার্চ সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপারস্পোর্ট পার্কে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা
ফাইল ছবি

৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথের কেবেরায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আয়োজকদের জন্য এই সফর গুরুত্বপূর্ণ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ আছে।’

ওয়ানডে সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ১৮ মার্চ, সেঞ্চুরিয়ন।

দ্বিতীয় ওয়ানডে: ২০ মার্চ, জোহানেসবার্গ।

তৃতীয় ওয়ানডে: ২৩ মার্চ সেঞ্চুরিয়ন।

টেস্ট সিরিজের সূচি:

প্রথম টেস্ট: ৩১ মার্চ, ডারবান।

দ্বিতীয় টেস্ট: ৮ এপ্রিল, কেবেরা।