দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন অভিজ্ঞতা নেই বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে সিরিজ জেতার সম্ভাবনা নিয়ে কখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামেনি বাংলাদেশ। ২০ বছর অপেক্ষার পর দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের হারাতে পেরেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে গত পরশুর এই জয়ের সুবাস নিয়ে আজ বেলা ২টায় ওয়ান্ডারার্সে খেলতে নামবে বাংলাদেশ। এই মাঠে এর আগে মাত্র একটি ওয়ানডে খেলেছে দল। সে ম্যাচ অবশ্য দুঃস্মৃতি ফেরায়। ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ।
আজ কেনিয়া ম্যাচের দুঃখ ঘোচাতে পারলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ‘আপাত-অসম্ভব’ কাজটাও হয়ে যাবে বাংলাদেশের। পাঠক, আপনার কী ধারণা, আজ কি বাংলাদেশ সিরিজ জিততে পারবে?