default-image

তিনজন পেস বোলার সাকিবকে নেটে বোলিং করেছেন। ছিলেন বাঁহাতি স্পিনার, অফ স্পিনার আর লেগ স্পিনারও। সাকিব তাঁর একাডেমি থেকেই এই ছয়জন বোলার নিয়ে এসেছিলেন। ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন শেষে সাকিব ড্রেসিংরুমের দিকে আসেন। পুরোটা সময় টেস্ট মেজাজের ব্যাটিং করে গেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

সাকিব এখনো বাংলাদেশ দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেননি। যে কারণে একক অনুশীলন করেই মাঠ ছেড়েছেন তিনি। তাঁর আগে করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব। ফলাফল নেগেটিভ এলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। টেস্ট দলের নতুন সংযুক্তি ওপেনার মোহাম্মদ নাঈমের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

default-image

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাকিবকে পায়নি বাংলাদেশ। এরপর প্রথম টেস্টের দলে থাকলেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় শেষ মুহূর্তে বাদ পড়েন সাকিব। তবে ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন