বিকেএসপি যাওয়ার পথে আম্পায়ারদের গাড়িতে ইট
বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে যাওয়ার সময় পোশাকশ্রমিকদের আন্দোলনে আটকে গিয়ে পড়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার শিকার হতে হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের। আন্দোলনরত উচ্ছৃঙ্খল শ্রমিকদের ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বহনকারী মাইক্রোবাসটি।
প্রিমিয়ার লিগের চারটি খেলা আছে বিকেএসপিতে। সকালে দুটি, দুপুরে দুটি। সকালের ম্যাচ পরিচালনা করার জন্য সকালে বিকেএসপিতে যাচ্ছিলেন ম্যাচ রেফারি, আম্পায়াররা। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি সাভার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে যায়। এতে আটকা পড়েছিল একটি দলের টিম বাসও। এ সময় শ্রমিকদের ছোড়া ইট এসে পড়ে মাইক্রাবাসের ওপর। এ কারণে নির্ধারিত সময় খেলা শুরু করা সম্ভব হয়নি।
এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শ্রমিকদের আন্দোলনে পড়ে গিয়েছিল আম্পায়ারদের গাড়ি। তখন এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিসিবিতে আম্পায়ারদের প্রশিক্ষক অভি আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শ্রমিকদের আন্দোলনে পড়ে গিয়েছিল আম্পায়ারদের গাড়ি। তখন এ ঘটনা ঘটে। একটা টিম বাসও ছিল পেছনে। বাকি তিনটা টিম বাস বের হয়ে যেতে পেরেছে। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা।’
এদিকে আজ সকালে বিকেএসপির দুটি খেলার একটি ছিল মোহামেডানের। সাকিববিহীন মোহামেডান ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আগে ব্যাটিং করে ইরফান শুক্কুরের ৬৮ রানে নির্ধারিত ২০ ওভারে তুলেছেন ৫ উইকেটে ১৫৪ রান। ডিওএইচএস এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে। আরেক মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামালের খেলাও একই কারণে দেরিতে শুরু হয়। রূপগঞ্জের ১৩৮ রানের জবাবে এখন ব্যাট করছে শেখ জামাল।