এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট বেশ সহজ। ৮টি দল প্রথমে দুই ভাগে বিভক্ত হয়ে প্রথম পর্ব খেলছে। সেখান থেকে ৪টি দল নির্বাচিত হয়ে চলে যাবে সুপার টুয়েলভে। সেখানে আগে থেকেই আছে ৮টি দল। এই ১২ দল আবার দুই ভাগে বিভক্ত হয়ে খেলবে দুই গ্রুপে। প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। আর এই পাঁচ ম্যাচের ফলের ওপর নির্ভর করবে কোন দুই দল সে গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে।
সুপার টুয়েলভের গ্রুপ-২-এ আছে পাকিস্তান। গ্রুপসঙ্গী হিসেবে পাচ্ছে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে। প্রথম পর্ব থেকে আরও দুই দল যাবে এই গ্রুপে। সবকিছু ঠিকভাবে চললে এর একটি বাংলাদেশ ও অন্যটি আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের মধ্যে যেকোনো এক দল হবে। তাই এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার কাজটা তুলনামূলক সহজ। কিন্তু পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার জালাল-উদ-দিন বলছেন, পাকিস্তানের সেমিফাইনালে ওঠার কোনো সম্ভাবনা নেই।
গতকাল দ্য নিউজের সঙ্গে কথোপকথনে পাকিস্তানের সম্ভাবনা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে জালাল-উদ-দিনকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে অনেক রদবদল হয়েছে। ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রমিজ রাজা। কোচিং প্যানেল থেকে সরে গেছেন মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিস।
এত বড় একটি টুর্নামেন্টের আগে এত পরিবর্তনকে ভালোভাবে দেখছেন না সাবেক ফাস্ট বোলার, ‘যখন সব দল নিজেদের গুছিয়ে নিচ্ছিল, পাকিস্তান ক্রিকেট তখন ঝাঁকাঝাঁকিতে ব্যস্ত ছিল; একদম ওপর থেকে নিচ পর্যন্ত বদল এসেছে।’
বিশ্বকাপের আগে এমন কিছুর কোনো কারণ খুঁজে পাননি জালাল, ‘দলের মূল কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, তাদের সহকারী—সবাই চলে গেছে। কারণ, বোর্ডের শীর্ষে পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র এক মাস আগে এটা ঘটল!’
এ কারণেই জালাল-উদ-দিনের ধারণা, প্রতিপক্ষ ভুল না করলে পাকিস্তানের কোনো সম্ভাবনা নেই। আর যদি প্রতিপক্ষ ভুল করেই বসে, সুযোগটা দুই হাতে নিতে বলেছেন উত্তরসূরিদের, ‘না হলে এই দল ফেবারিটের তালিকার ধারেকাছে নেই। কোনো বিভাগে—সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোথাও আমাদের সে শক্তি নেই যে বিশ্বকাপ জিততে পারব।’
জালাল অবশ্য একটি ভালো দিক খুঁজে পাচ্ছেন, ‘একটা ব্যাপার পাকিস্তানকে সাহায্য করবে। ওরা চাপমুক্ত থাকবে, কারণ সবাই দেখেছে গত কয়েক ম্যাচে আমরা কেমন খেলেছি এবং আমাদের ক্রিকেট প্রশাসন কী পরিবর্তনের মধ্য দিয়ে গেছে।
কোনোভাবেই এই টুর্নামেন্টে ফেবারিটের কাতারে নেই ওরা।’ একদম শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে পরিবর্তন আনাতেও বিরক্ত তিনি, ‘এটা এই খেলোয়াড়দের জন্য লজ্জাদায়ক। কোনোভাবেই এত বড় প্রতিযোগিতায় এমন দল জিততে পারে না।’
জালালের ধারণা, গ্রুপ ১ থেকে সেমিফাইনালে উঠবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ ২-এ তাঁর বাজি ভারত ও নিউজিল্যান্ডের ওপর। পাকিস্তানের হয়ে ছয়টি টেস্ট ও আটটি ওয়ানডে খেলেছেন এই ডানহাতি মিডিয়াম পেসার।