ব্যর্থতা ভুলে সম্ভাবনাময় ভবিষ্যতে তাকানোর আহ্বান সাকিবের

তামিম ইকবাল ও সাকিব আল হাসানফাইল ছবি: প্রথম আলো

ঈদের দিন পর্যন্ত আর অপেক্ষা করেননি সাকিব আল হাসান। গতকালই ভক্তদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়ে সাকিব বলেছেন, ‘সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে।’

ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’ এর সঙ্গে গ্রাফিকসে করা একটি ছবিও পোস্ট করেছেন সাকিব, যা দেখে বোঝা যায় বোলারের বোলিং অ্যাকশনের প্রতিচ্ছবিটা তাঁর। ছবিতে লেখা, সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদের শুভেচ্ছা।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও গতকালই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্পনসরড ভিডিও পোস্ট করেন তামিম। ক্যাপশনে লিখেছেন, ‘সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ হোক সবার জন্য আনন্দময় আর ঈদ কাটুক সুস্থতায় এই শুভকামনায়—ঈদ মোবারক।’

ভিডিওতে তামিম বলেছেন, ‘এক মাসের সিয়াম সাধনা শেষে আবার আসছে খুশির ঈদ।’ গতকাল ফেসবুকে আরও একটি পোস্টে তামিম লিখেছেন, ‘সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে একটি গ্রাফিকস করা ছবি পোস্ট করে লিখেছেন ‘ঈদ মোবারক’।

তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহও একটি গ্রাফিকস করা ছবিতে ঈদ মোবারক লিখে পোস্ট করেছেন। মুশফিকুর রহিম স্পনসরড পোস্টে ঈদ মোবারক জানিয়েছেন। পেসার তাসকিন আহমেদ পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবার প্রার্থনায় আমাকে রাখবেন।’

স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সন্তানসহ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমার ও আপনার প্রার্থনা কবুল করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’ জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পারিবারিক ছবি পোস্ট করে লিখেছেন ‘ঈদ মোবারক’।