সব মিলিয়ে এজবাস্টন টেস্টের ধারাভাষ্যকার শাস্ত্রী বলেছেন, ‘আমি মনে করি, দ্বিতীয় ইনিংসে ভারত আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারত! ইংল্যান্ডকে ম্যাচের বাইরেই নিয়ে যেতে পারত। সেটি না করতে পারা ছিল বেশ হতাশারই।’
ভারত আরও দুই সেশন খেলার ফল অন্য রকমই হতে পারত বলে মনে করেন শাস্ত্রী, ‘ভারতের আরও দুই সেশন ব্যাটিং করা উচিত ছিল। তারা খু্বই রক্ষণাত্মক ব্যাটিং করেছে। তারা ছিল নির্জীব, বিশেষ করে মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংটা ছিল খুবই হতাশার ।’