মাউন্ট মঙ্গানুইতে কেমন হবে বাংলাদেশের টেস্ট একাদশ
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল নিউজিল্যান্ডের নতুন টেস্ট ভেন্যুগুলোর একটি। ২০২০ সালে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় এই মাঠের। কাল বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড-বাংলাদেশের টেস্ট ম্যাচটি এই মাঠের তৃতীয় টেস্ট। নিউজিল্যান্ডের মাটিতে অতীত রেকর্ডে ইতিবাচক কিছু না থাকলেও নতুন সিরিজে নতুন আশা নিয়েই খেলতে নামবে বাংলাদেশ। সে আশার পালে হাওয়া দিচ্ছে নিউজিল্যান্ডের নতুন ভেন্যু বে ওভাল।
নিউজিল্যান্ডের টেস্ট ভেন্যুগুলোর মধ্যে বে ওভালেই নাকি স্পিনাররা কিছুটা সাহায্য পায়। যে কারণে প্রথম টেস্টের একাদশ নিয়ে একটু বাড়তি চিন্তাভাবনাই করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আজ নিউজিল্যান্ডের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সেই আভাসই দিলেন।
তিনি বলেছেন, ‘এখনো উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশের ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে আশা করছি, ভালো উইকেটই পাব। তবে হয়তো পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাব। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে। বাংলাদেশ দল ঐতিহ্যগতভাবে স্পিননির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়তো তিন পেসারের ওপর ভরসা রাখব। ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণই হবে। একাদশে তিন পেসার ও একজন স্পিনার থাকতে পারে।’
দলের সমন্বয়ের কথা উঠলে সাকিব আল হাসানের নামটাও চলে আসে। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফর থেকে তিনি ছুটি নিয়েছেন। তবে আলোচনায় তিনি আছেন ঠিকই। ডমিঙ্গোকে যেমন সাকিবকে নিয়ে কিছু বলতেই হলো, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। তার উপস্থিতি দারুণভাবে দলকে ভারসাম্যপূর্ণ করে তোলে। শীর্ষ ছয়ে ব্যাটিং করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে তার অনুপস্থিতিকে তরুণেরা কাজে লাগাতে পারে।’
সাকিব ছাড়াও এ সিরিজে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে। মাহমুদউল্লাহ তো টেস্ট ক্রিকেটকে বিদায়ই জানিয়েছেন। নিউজিল্যান্ড সফরে অভিজ্ঞ বলতে আছেন শুধু মুমিনুল হক ও মুশফিকুর রহিম। নবীন এই দলটির জন্য যে কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষায়, সেটি না বললেও চলছে। তবে কোচ এই কঠিন চ্যালেঞ্জকেই দেখছেন সুযোগ হিসেবে, ‘কয়েক মাস ধরেই আসলে কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়তো ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি। আমাদের দুই-একজন সেরা খেলোয়াড় দলে নেই। তবে তাদের জায়গায় তরুণেরা এসেছে। নিউজিল্যান্ডে খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ।’
সংবাদ সম্মেলনে উঠে এসেছে নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলরের প্রসঙ্গও। এবারের নিউজিল্যান্ড গ্রীষ্মের ক্রিকেট খেলেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। টেস্ট ক্যারিয়ার শেষ হচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলেই। ডমিঙ্গো অবশ্য টেলরের প্রতি শ্রদ্ধা রেখেই চান তিনি যেন এ সিরিজে ভালো না খেলেন, ‘অনেক দিন ধরে সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সে উঁচু মানের খেলোয়াড়। নিউজিল্যান্ডের ক্রিকেটের অনেক বড় সেবক। ভবিষ্যতে যা–ই করুক, তার জন্য শুভকামনা থাকবে। তাকে বল করতে হবে না দেখে অনেক বোলার খুশি হবে। গত ১০-১২ বছর ধারাবাহিকভাবে সে ভালো খেলছে। আমরা চাইব সিরিজটি যেন ভালো না যায় তার জন্য। সে অবশ্য ভালোভাবে শেষ করতে মুখিয়ে থাকবে। প্রত্যেক ভালো ক্রিকেটারই এটা চায়।’