default-image
ছেলেদের পর মাঠে নামছেন নারী ক্রিকেটাররাও।

ঈদের আগ থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করেছেন। পেশাদার ক্রিকেটের ব্যস্ত জীবনে ফেরার আগে নিজেদের ঝালাই করার কাজটা শুরু হয়েছে জাতীয় দল সংশ্লিষ্টদের। ছেলেদের পর কাল থেকে নারী ক্রিকেটাররাও মাঠে নামছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামসহ বগুড়া ও খুলনায় একক অনুশীলন করবেন ৯ নারী ক্রিকেটার। আজ বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ খবর।

কাল মিরপুরে অনুশীলন করবেন শামিমা সুলতানা, শারমিন সুপ্তা, জাহানারা আলম, নাহিদা আক্তার ও লতা মন্ডল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুনের অনুশীলন করার কথা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করবেন খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা।

ছেলেদের অনুশীলন সূচিতেও যোগ হয়েছে নতুন নাম। আজ মিরপুরে অনুশীলন করতে দেখা গেছে তরুণ ক্রিকেটার আফিফ হোসেনকে। মিরপুরে সৌম্য সরকার ও সাদমান ইসলামের অনুশীলন করার কথা থাকলেও ব্যক্তিগত কারণে যাননি এই দুই বাঁহাতি ব্যাটসম্যান। রাজশাহীতে নাজমুল হোসেনের সঙ্গে অনুশীলন করবেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0