মিরাজের লাফের দিনে মুজিবকে নিয়ে আফগানিস্তান-বাংলাদেশ ‘টানাটানি’

দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ওয়ানডেতে ভালো ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজফাইল ছবি

বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে কোনো ‘খেলোয়াড় বিনিময়’ চুক্তিটুক্তি হয়ে গেছে নাকি! এমনই চুক্তি, যেটি আইসিসি ছাড়া আর কেউ জানে না!

আইসিসির র‍্যাঙ্কিংয়ের খবরের ভুলের ধারা দেখলে এমনটা মনে হতেই পারে। মাত্র সপ্তাহ তিনেকের ব্যবধানে আইসিসির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে জড়িয়ে এমন ভুল চোখে পড়ল।

২ মার্চ র‍্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজকে আফগানিস্তান দলে রশিদ খানের সতীর্থ বানিয়ে দিয়েছিল আইসিসি, সঙ্গে লিটন দাসকেও বানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কান ব্যাটসম্যান। সপ্তাহ তিনেকের মধ্যে এবার আফগানিস্তান থেকে খেলোয়াড় এলেন বাংলাদেশ দলে। আইসিসির র‍্যাঙ্কিংয়ের তালিকার হিসাবে আর কী!

আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের নামের পাশে বাংলাদেশের পতাকা দিয়ে রেখেছে আইসিসি। তবে সেটা টুইটার পোস্টের ছবিতে। আইসিসির ওয়েবসাইটে র‍্যাঙ্কিংয়ে অবশ্য মুজিব আফগান ক্রিকেটারই আছেন।

মুজিব উর রহমান
ফাইল ছবি

টুইটার পোস্টের ভুলটা শুধুই একটা করণিক ভুল আর কী! একটু এদিক-ওদিক তো যেকোনো কাজে হয়ে যেতেই পারে, কিন্তু আইসিসির তালিকায় এমন ভুল বলেই হয়তো ভুলটা চোখে পড়ে বেশি। সংগঠন যখন বৈশ্বিক, ভুল নিয়ে আলোচনাও তো বিশ্বজোড়াই হবে!

তবে ভুলটাকে আড়ালে রেখে র‍্যাঙ্কিংয়ে খেলোয়াড়ের ওঠা-নামায় চোখ ফেরালে বাংলাদেশের জন্য একটুখানি সুখবরই চোখে পড়বে। আফগানিস্তান সিরিজের পর দক্ষিণ আফ্রিকায়ও তো মেহেদী হাসান মিরাজ ব্যাটিং-বোলিং দুই ভূমিকায়ই আলো ছড়াচ্ছেন, ওয়ানডের অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে সেটির পুরস্কার পেয়েছেন তিনি। সেরা দশে উঠে এসেছেন।

গত সপ্তাহে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে মিরাজ ছিলেন ১২তম, আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিবই আছেন।

টেস্টে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের বাবর আজম যে লাফ দেবেন, সেটি গত বুধবারই বোঝা গিয়েছিল। সেদিন করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ বাঁচানো ১৯৬ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তান অধিনায়ক, তবে সেটি আগের র‍্যাঙ্কিংয়ের হিসাবে আসেনি।

৫ নম্বরে মুজিবের নামের পাশে পতাকাটা দেখুন তো!
ছবি: টুইটার

আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছেন বাবর। শীর্ষে মারনাস লাবুশেনই আছেন, দুইয়ে জো রুট, তিন নম্বরে স্টিভ স্মিথ।
করাচি টেস্টে পাকিস্তানের আরেক নায়ক মোহাম্মদ রিজওয়ান ছয় ধাপ এগিয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে ১১তম। আর অস্ট্রেলিয়ার ‘পাকিস্তানি’ উসমান খাজা ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাফেটের বড় লাফও অনুমিতই ছিল। ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৬০ ও অপরাজিত ৫৬ রানের ইনিংসের পর ১৬ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

করাচিতে বল হাতে ভুগেছেন পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদি, মাত্র ২ উইকেট পেয়েছেন। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৬-এ নেমে গেছেন তিনি। মিচেল স্টার্ক এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন। প্যাট কামিন্স টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, দুই-তিনে রবিচন্দ্রন অশ্বিন ও কাগিসো রাবাদা।

বার্বাডোজে বল হাতে ১ উইকেট আর ব্যাটিংয়ে ১২ রানের পর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হাতছাড়া হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের। শীর্ষে রবীন্দ্র জাদেজা, সাকিব আছেন চার নম্বরে। করাচিতে তিন উইকেট ও ৩৪ রানের পর আট নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আলো ছড়ানোর পর ওয়ানডের র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের অগ্রগতিই বেশি দেখা যাচ্ছে। সেদিন ৪১ বলে ৬২ রানের ঝড়ের পর কুইন্টন ডি কক এক ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে। শীর্ষে বাবর আজম, দ্বিতীয় বিরাট কোহলি।

সে ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়বার পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন কাগিসো রাবাদা, তিনি পাঁচ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ের আটে উঠে এসেছেন। শীর্ষে ট্রেন্ট বোল্ট, দুইয়ে জশ হ্যাজলউড, তৃতীয় ক্রিস ওকস।