দেরিতে শুরু হয়ে আগেভাগে শেষ হওয়া ডারবান টেস্টের প্রথম দিনে ৫০ টেস্টের মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তবে দিনের সবচেয়ে অদ্ভুত পরিসংখ্যান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
৩৪
দেশের বাইরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের। মুশফিক পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুলকে।
দেশের বাইরে বেশি টেস্ট
৫০
বাংলাদেশের সপ্তম ও সব মিলিয়ে ৩০১তম খেলোয়াড় হিসেবে ৫০তম টেস্ট খেললেন মুমিনুল হক।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট
৩
তৃতীয় দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে টানা তিন টেস্টে প্রথম ইনিংসে প্রথম উইকেটে শতরানের জুটি দক্ষিণ আফ্রিকার। প্রথম দুই দল ইংল্যান্ড (২০০৩-২০০৫) ও ওয়েস্ট ইন্ডিজ (২০১৪-২০১৮)।
১০
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ১০টি দলের বিপক্ষে উইকেট পেলেন মিরাজ।
১০-১০-১০-৯০
টেস্টে কোন মহাদেশে কত উইকেট মেহেদী হাসান মিরাজের? সংখ্যাগুলো মনে রাখা এমন কী কঠিন কাজ! ডারবান টেস্টের প্রথম দিন পর্যন্ত টেস্টে মেহেদী হাসান মিরাজের উইকেট ১২০টি। বাংলাদেশের অফ স্পিনার আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়া মহাদেশে নিয়েছেন সমান ১০টি করে উইকেট। এশিয়ায় মিরাজের উইকেট ৯০টি।
৯
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের। আটটি ম্যাচ খেলে দুইয়ে হাশিম আমলা, মার্ক বাউচার, মাখায়া এনটিনি ও গ্রায়েম স্মিথ।