কখনো এসেছে আয়নায় মুখ দেখার পরামর্শ, কখনো আবার শোনা গেছে ‘ধানখেতেও খেলতে হবে’। ছিল ‘রাগের মাথায় বলে’ ফেলা কথাও। বছরজুড়ে কখনো খেলোয়াড়, কখনো কোচ কখনো–বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির বিভিন্ন বক্তব্য ছিল বাংলাদেশের ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে রকমই কিছু আলোচিত বক্তব্য আপনাকে ফিরিয়ে নেবে সেই সব দিনগুলোতে—

‘এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে আসে, সেটাও আমি জানি না।’

সাকিব আল হাসান
ছবি: প্রথম আলো

বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে যাবেন না—এমন গুঞ্জনের পর বলেছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সেই সফরে যাননি তিনি। বছর শেষেও নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন এ অলরাউন্ডার।

‘একটা নয়, এখানে অনেক সমস্যা। প্রথম ইনিংস দেখে মনে হচ্ছে, আমরা ম্যাচটা ছেড়ে দিচ্ছি। আমরা যেভাবে উইকেট দিয়ে এসেছি, এটা আমি কোনো দলের মধ্যে দেখিনি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের পথে থেকেও হেরেছিল বাংলাদেশ
ছবি: প্রথম আলো

মিরপুর টেস্টে হারের পর দলকে কাঠগড়ায় তুলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান

‘হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদের খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কালকে ছিল রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান। ফাইল ছবি

পরে অবশ্য ‘শান্ত’ হয়েছিলেন নাজমুল।

‘এটা পরিষ্কার যে আসলে এদের দিয়ে খুব একটা বেশি কিছু করা যাবে বলে আমার মনে হয় না, অন্তত টেস্টে।’

সাকিব আল হাসান বছর জুড়েই ছুটি নিয়েছেন
ছবি: প্রথম আলো

টেস্ট হারের পর আরেকটি টেস্টে না খেলে সাকিবের ছুটি চাওয়া প্রসঙ্গে নাজমুল বলেছিলেন, অভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে আর চলবে না।

‘এভাবে খেললে হবে না। ওরা যখন ওয়ানডে খেলে মনে হয় টেস্ট খেলছে, টেস্ট যখন খেলে মনে হয় ওয়ানডে খেলছে।’

বছরের শুরুতে নিউজিল্যান্ড গিয়ে বাংলাদেশ হেরেছিল সীমিত ওভারের সব ম্যাচই।
ছবি: এএফপি

নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে ৪১.৫ ওভারে ১৩১ রান তুলেছিল বাংলাদেশ দল। দলের ব্যাটিং মানসিকতার সমালোচনায় বিসিবি সভাপতি

‘এমন ম্যাচ এই প্রথম দেখলাম’

নিউজিল্যান্ড সফরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সৃষ্টি হয়েছিল ধোঁয়াশা
ছবি: এএফপি

বৃষ্টির কারণে ওভার কমে আসা ম্যাচে মাঠের বড় পর্দা, নিউজিল্যান্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট, আইসিসির ওয়েবসাইট—সবখানেই বাংলাদেশের লক্ষ্য ছিল ১৬ ওভারে ১৪৮ রান। তবে খেলা শুরুর পর সেটা ঠিক করে দেখানো হয় ১৭০, আদতে যেটি ছিল ১৭১। এ ধোঁয়াশা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

‘না! আমি সব সময় সাংবাদিকদের মিস করি।’

টসের সময় মুমিনুল হক।
ছবি: শামসুল হক

করোনাকালে সাংবাদিক সম্মেলন বন্ধ হয়ে যাওয়ার সূত্র ধরে টেস্ট অধিনায়ক মুমিনুল হক

‘আমি সবাইকে অনুরোধ করছি, ভবিষ্যতে এ বিষয়ে আর প্রশ্ন করবেন না।’

নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন করায় চটেছিলেন তামিম
ফাইল ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল।

‘পরের ম্যাচে এমন পরিস্থিতি সৃষ্টি হলে একটা না, আরও চার-পাঁচটাও খেলতে পারব।’

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম
ছবি: এএফপি

রিভার্স সুইপ না খেলেই শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার পর মুশফিকুর রহিম বলেছিলেন, এটা তাঁর পছন্দের শট। সেটি খেলতে গিয়ে বারবার আউট হলেও পরিস্থিতির চাহিদা মেটাতে সে শট খেলতে দ্বিধা করবেন না তিনি। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আলোচিত ছিল মুশফিকের রিভার্স সুইপ

‘কিন্তু সে তো আমার কথা শুনল না!’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের মধ্যেই টেস্টকে বিদায় জানিয়েছিলেন মাহমুদউল্লাহ
ফাইল ছবি

জিম্বাবুয়েতে হঠাৎ করে টেস্ট অবসর নেন মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সতীর্থদের গার্ড অব অনারেই নিশ্চিত হয়েছিল সেটি। বিসিবি সভাপতি নাজমুল হাসানকেও অবসরের কথা জানিয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে তিনি এমন সিদ্ধান্ত নিতে না করেছিলেন, প্রথম আলোকে বলেছিলেন নাজমুল।

‘কেন আপনারা বাংলাদেশকে খুব ভালো একটা টি-টোয়েন্টি দল বলেন না, সেটি আমার বোধগম্য হয় না।’

হেড কোচ রাসেল ডমিঙ্গো
প্রথম আলো, ফাইল ছবি

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকেও সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। যদিও উইকেটের মান নিয়ে ছিল প্রশ্ন।

‘আর কেউ করেছে নাকি!’

ধারাভাষ্যকার আনজুম চোপড়ার ভুল একটু অন্যভাবে শুঁধরে দিয়েছিলেন সাকিব
ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল ছুঁয়েছিলেন সাকিব, তবে ধারাভাষ্যকার আনজুম চোপড়া ভুলবশত বলেছিলেন ‘প্রথম বাংলাদেশি’। সাকিব বিস্মিত হয়েছিলেন তাতেই।

‘এগুলো তারাই বলে যাদের মনের ভেতরটা শুধু হিংসায় ভরা। তারা বাংলাদেশের অর্জনকে ঈর্ষা করে। ঘরের মাঠে কে নিতে চাইবে না নিজেদের কন্ডিশনের সুবিধা? কোন দল নেয় না সেটা?’

অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করেন সাকিব
ছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব।

‘এ রকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫টি ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

অস্ট্রেলিয়াকে স্পিন–নির্ভর উইকেটে হারিয়েছিল বাংলাদেশ
ছবি: প্রথম আলো

তবে কদিন পর এক অনুষ্ঠানে সাকিব বলেছিলেন এমন পিচে খেলার অন্যদিকের কথাও।

‘আমি সাধারণত ঠিকমতো কথা বলতে পারি না। আশা করি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’

একদিনে ৬ সাক্ষাৎকার দিয়েছিলেন শামীম
ছবি: শামসুল হক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার পর এক দিনে ছয়টি সাক্ষাৎকার দিয়েছিলেন শামীম হোসেন।

‘জীবনে ব্যর্থ হওয়া খুব দরকার।’

লিটন দাসের উপলব্ধি ছিল অন্যরকম
ছবি : প্রথম আলো

ক্যারিয়ারের শুরুর দিক নিয়ে লিটন দাসের উপলব্ধি।

‘সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি। কিন্তু একেবারে ছোট করে ফেলা ঠিক নয়।’

বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দুঃস্বপ্নই হয়ে আছে
ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ব্যর্থতার সমালোচনার জবাবে মাহমুদউল্লাহ।

‘যাঁরাই এমন কথা বলেন, তাঁদের নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত। কারণ, তাঁরা বাংলাদেশের হয়ে খেলে না, আমরাই খেলি।’

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেননি মুশফিকুর রহিম
ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিকের আলোচিত মন্তব্য।

‘আমাদের দ্বারা হচ্ছে না।’

ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেতাইভাবে হেরেছিল বাংলাদেশ
ছবি: এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারের পর নাসুম আহমেদের অসহায়ত্ব।

‘যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলাম, মাছ ধরার দিকেই নজর ছিল, ক্রিকেট নয়।’

ফেসবুকে সক্রিয় নন ডমিঙ্গো
ছবি: প্রথম আলো

ভার্চ্যুয়াল–জগৎ থেকে দূরেই থাকেন ডমিঙ্গো।

‘(মাহমুদউল্লাহ) রিয়াদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হবে। সমর্থকেরা যে ক্রিকেটারকে পছন্দ করছে না, তার ওপর ঝাল মিটিয়ে সমর্থকদের শান্ত করা হবে।’

টি–টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেট নিয়ে সমালোচনামুখর ছিলেন মাশরাফি বিন মুর্তজা
ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফেসবুকে লিখেছিলেন মাশরাফি বিন মুর্তজা।

‘আপনি তো মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। তাই আমার কাছে মনে হয় যে নিজের কান বন্ধ রাখতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দলকে ‘কান বন্ধ’ রাখার পরামর্শ দিয়েছিলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম
ছবি: প্রথম আলো

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলকে যে বার্তা দিয়েছিলেন মুমিনুল।

‘সে নিজেকে ও তার দলকে ওই শটটা খেলে হতাশ করেছে।’

পাকিস্তানের বিপক্ষে বাজে শট খেলে আউট হয়ে সমালোচিত হয়েছিলেন নুরুল হাসান
ছবি: প্রথম আলো

পাকিস্তানের বিপক্ষে বাজে শট খেলে আউট হওয়া নুরুল হাসানকে নিয়ে বলেছিলেন ডমিঙ্গো।

যদি ধানখেতেও খেলতে দেওয়া হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে সেখানেও আপনাকে ভালো খেলতে হবে।’

মুমিনুল বলেছিলেন ক্রিকেটারদের যেকোনো ধরনের উইকেটে খেলতে হবে।
শামসুল হক

উপমহাদেশের দলগুলোর বিপক্ষে কেমন উইকেটে খেলা উচিত, সেটা নিয়ে মুমিনুলের সরল বচন।

‘আপনার প্রশ্ন শুনে অবাক হয়েছি!’

মিরপুর টেস্টে এমনই ছিল ব্যাটসম্যানদের দশা
Shamsul Haque Tanku

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটসম্যানরা আক্রমণাত্মক হতে গিয়ে আউট হয়েছেন, এমন কথা শোনার পর মুমিনুল।

‘ছুটির মতোই কাটছে। ছুটি যে কারণে নিয়েছি, সে কাজগুলোই করছি।’

ছুটি নিয়ে সাকিব করেছেন সেই কাজগুলোই, যার জন্য তিনি ছুটিটা নিয়েছেন
ছবি: ক্রিকইনফো টুইটার

বছর শেষে আবারও ছুটি নিয়ে আলোচনায় থাকা সাকিব ছুটিতে কী করছেন—এমন প্রশ্নের জবাবে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে।

‘এটা যেদিন আল্লাহ দেয়।’

খালেদ মাহমুদ বিরক্তি প্রকাশ করেছিলেন পেসারদের ওপর
ছবি: প্রথম আলো

উইকেট নেওয়ার মতো পেসার কবে হবে, সেটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন খালেদ মাহমুদ।