মুশফিকের মাস্ক–উপহার

মুশফিকুর রহিমের কাছ থেকে পাওয়া মাস্ক পরে দলের সবাই ছবি তুললেন এক সঙ্গে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেশামসুল হক

করোনা থেকে দূরে থাকতে মুখে মাস্ক পরা এখন নিয়মই হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা যে স্বাস্থ্যবিধি মানতে সচেতন, সেটি ছবি দেখেই বোঝা যাচ্ছে। অবশ্য দলের সবাই জৈব সুরক্ষা বলয়ে থাকছেন বলে অনুশীলনের সময় কারও মাস্ক পরার প্রয়োজন হয় না।

তবু আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের সবাই এক সঙ্গে মাস্ক পরেছেন বিশেষ কারণে। নিজের ফাউন্ডেশন ‘এম আর ১৫’–এর উদ্যোগে মাস্ক তৈরি করে দলের সবাইকে উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। অনুশীলনের আগে সতীর্থরা সেটি ব্যবহার করলেন, মাস্ক পরে ছবিও তুললেন।

মুখে মাস্ক, দৃষ্টি অন্য দিকে—কী দেখছেন মুশফিক-মাহমুদউল্লাহ-তাসকিনরা?
শামসুল হক
লিটন দাসকে মাস্ক পরেই যেন বোঝাচ্ছেন তামিম ইকবাল
শামসুল হক
মাস্ক পরে ফুটবলের কারিকুরি করলেন কদিন আগে করোনামুক্ত হওয়া ওপেনার সাইফ হাসান
শামসুল হক
যেন মাস্কের বিজ্ঞাপন! এক সঙ্গে নাঈম হাসান, এবাদত হোসেন ও সাইফউদ্দিন
শামসুল হক
মুশফিকের উপহার পেলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মীরাও
শামসুল হক